প্রথম ক্লাব কাপ হকি চ্যাম্পিয়ন আবাহনী

প্রকাশ | ২৩ এপ্রিল ২০১৮, ১৭:৫৭

অনলাইন ডেস্ক

ক্লাব কাপ হকি শিরোপা লড়াইয়ে কৌশলী খেলা উপহার দিয়ে মেরিনার ইয়াংসকে হারিয়ে ইতিহাসের প্রথম শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী লিমিটেড। অথচ কাগজে-কলমে এগিয়ে ছিল মেরিনার্সই! তাই ক্লাব কাপ ইতিহাসের প্রথম ট্রফিটা জেতা হলো না অলিভার কার্টজের শিষ্যদের।

উল্টো দিকে এই শিরোপা জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা আবাহনী আসন্ন প্রিমিয়ার লিগে মেরিনার্সকে টপকেই শিরোপা জিততে চাইছে! এমনিতে এবারের লিগে আরেক জায়ান্ট ঊষা ক্রীড়া চক্র খেলছে না। মোহামেডানও গড়েছে মাঝারি মানের দল।  সেক্ষেত্রে আবাহনী ও মেরিনার্সের মাঝে সীমাবদ্ধ থাকবে শিরোপা লড়াই।

ক্লাব কাপ জিতে আকাশি-নীলরা আরো আটঘাট বেঁধে লিগে নামতে যাচ্ছে। বিদেশি শক্তি বাড়ানোর দিকেই মনোযোগী তারা। ক্লাব কাপেও এর উদাহরণ রেখেছে আবাহনী। মালয়েশিয়ার খেলোয়াড়দের নিয়ে টার্ফে খেলেছে। লিগে অবশ্য মালয়েশিয়ার জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচ খেলা ইজওয়ান ফিরদাউসকেই শুধু রেখে দিচ্ছে। বাকী বিদেশিদের বিদায় করে এবার হাত বাড়িয়েছে ভারতের দিকে। সেখান থেকে মানসম্পন্ন খেলোয়াড় এনে লিগে ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা গড়তে চায় মাহবুব হারুনের শিষ্যরা।

অভিজ্ঞ কোচ মাহবুব হারুন বাংলা ট্রিবিউনকে তেমন কথাই জানালেন,‘ক্লাব কাপ জিতেছি। কৌশলে খেলে মেরিনার্সকে আমরা হারিয়েছি। আমাদের গোলের ব্যবধান আরো বাড়তে পারতো। কিন্তু দুটো গোল তো বাতিল করে দেওয়া হলো। যাই হোক এখন আমরা প্রিমিয়ার লিগ নিয়ে চিন্তা করছি। কীভাবে আরো শক্তি বাড়ানো যায় সেদিকে দৃষ্টি।’

ক্লাব কাপের পর এবার লিগ শিরোপাও জিততে চাইছে আবাহনী। কোচের কথাতেই তা পরিস্কার,‘লিগ শিরোপার জন্য আমরা বিদেশি সংগ্রহ আরও বাড়াতে যাচ্ছি। ভারত থেকে ভালো খেলোয়াড়ও আনবো। ক্লাব কাপ জিতে খেলোয়াড়রা উজ্জীবিত। এই ধারাবাহিকতা ধরে রেখে লিগ শিরোপাও জিততে চাই।’

ক্লাব কাপ হেরে মেরিনার্স কিছুটা বিমর্ষ হলেও লিগে ঘুরে দাঁড়াতে চায় তারা। জার্মানি কোচ অলিভার কার্টজের আশা, লিগে শিরোপার জন্য লড়বে তার দল।

সাহস২৪.কম/খান/আল মনসুর