বায়ার্নকে হারিয়ে ফাইনালের একধাপ এগিয়ে রিয়াল

প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৮, ১৪:০২

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে স্বাগতিক বায়ার্ন মিউনিখকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

২৫ এপ্রিল (বুধবার) দিবাগত রাতে আলিয়েঞ্জ অ্যারেনার মাঠে বায়ার্নকে ২-১ গোলে হারিয়েছে জিদানের শিষ্যরা।

ম্যাচের আগে বায়ার্ন শিবিরের প্রধান দুশ্চিন্তা ছিল রোনালদোকে ঘিরে। তবে পর্তুগিজ এই তারকা গোল না পেলেও রিয়াল মাদ্রিদ জয় তুলে এনেছে।

ম্যাচ শুরুর প্রথম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পায় বায়ার্ন। কিন্তু সুযোগ তারা কাজে লাগাতে পারেনি। ২৮ মিনিটে বায়ার্নের হয়ে প্রথম গোলের দেখা পান জার্মান রাইটব্যাক জশুয়া কিমিচ। মাঝমাঠ থেকে হামেস রদ্রিগেজের বাড়ানো পাসে তীব্র গতিতে ডি-বক্সে ঢুকে নিজেই গোলমুখে শট নেন।

প্রথমার্ধের একেবারে শেষ সময়ে ডি-বক্সের বাইরে থেকে অসাধারণ শটে গোল করে রিয়ালকে ম্যাচে ফেরান মার্সেলো। ফলে ১-১ সমতায় বিরতিতে যায় দু’দল।

বিরতির পর ইসকোর পরিবর্তে অ্যাসেন্সিওকে মাঠে নামান কোচ জিনেদিন জিদান। তার ফলও সঙ্গে সঙ্গে পান তিনি। ৫৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে ভাস্কুয়েজের কাছ থেকে বল পেয়েই গোল করেন অ্যাসেন্সিও।

এরপর ২-১ গোল ব্যবধানের জয় নিয়েই ম্যাচ শেষ করে রিয়াল শিবির। দুটি অ্যাওয়ে গোল দিয়ে বেশ নির্ভারই আছে রিয়াল শিবির। বড় কোনো অঘটন না ঘটলে নিজেদের মাঠে দ্বিতীয় লেগের জয় নিয়েই ফাইনাল নিশ্চিত করবে জিদান শিষ্যরা।

সাহস২৪.কম/খান/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত