আবারো শুরু হতে যাচ্ছে টি-১০ লিগ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৮, ১৪:০৯

সাহস ডেস্ক

দ্বিতীয়বারের মতো মাঠে গড়াতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে নবীন ও সংক্ষিপ্ততম ফরম্যাটের খেলা টি-১০ লিগ। ভেন্যু জটিলতা রুখতেই তড়িঘড়ি করে মাঠে গড়াচ্ছে এবারের আসর। 

দ্বিতীয় মৌসুমে দুটি নতুন দল যুক্ত হচ্ছে। গতবারের চেয়ে এবার দল বাড়ানোর পাশাপাশি ৪ দিনের বদলে ১০ দিনে খেলা শেষ করার সিদ্ধান্ত হয়েছে।

আসন্ন টি-১০ লিগে পাকিস্তানের ‘করাচিয়ান্স’, ভারতভিত্তিক ‘নর্দার্ন ওয়ারিয়র্স’ নামে দুটি নতুন দল যুক্ত হচ্ছে। টিম শ্রীলংকা ক্রিকেট এবার ‘রাজস্থানি হিরোজ’ নামে অংশ নেবে। ৯০ মিনিট সময়কালের ম্যাচের এ টুর্নামেন্ট গতবার বেশ আলোড়ন তুলেছিলো। 

আয়োজক সূত্রে জানা গেছে, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ থেকেও দল পাঠানোর আগ্রহ দেখানো হয়েছিলো। তবে পরে ইংলিশ ক্রিকেট বোর্ড ১০০ বলের নতুন এক ফরম্যাট নিয়ে কাজ শুরু করে। 

আগামী সেপ্টেম্বরেই পাকিস্তানের হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হওয়া সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসবে এশিয়া কাপের আসর। ফলে ওই সময় সেখানে ঘরোয়া ক্রিকেট আসর আয়োজনের কোনো সুযোগ নেই। তারপর একই ভেন্যুতে দুটি টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে আতিথেয়তা দেবে পাকিস্তান।

এছাড়াও আগামী বছর ভারতের সাধারণ নির্বাচনকে সামনে রেখে আগামী আইপিএলের ভেন্যু হিসেবেও নাম এসেছে আরব দেশটির। ২০১৪ সালেও একই ভেন্যুতে সরে এসেছিলো আইপিএল। তারপর আবার আফগানিস্তানের ঘরোয়া ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘আফগানিস্তান প্রিমিয়ার লিগ’ আয়োজন করা হবে আমিরাতেই। এসব কারণেই মূলত অনেকটা তাড়াহুড়ো করেই মাঠে গড়াচ্ছে সফল এই টুর্নামেন্ট।

সাহস২৪.কম/খান/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত