ওপেনের ফাইনালে নাদালের বাধা স্টেফানোস টিটিপাস

প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৩:৪৯

সাহস ডেস্ক

বার্সেলোনা ওপেনের সেমিফাইনালে ডেভিড গফিনকে সহজে হারিয়েছেন স্প্যানিশ তারকা। বেলজিয়ামের গফিনকে ৬-৪, ৬-০ গেমে হারিয়ে একই সঙ্গে ক্লে কোর্টের ৪০০তম জয়ও তুলে নিয়েছেন নাদাল। এবার শিরোপা জয়ে নাদালের বাধা ১৯ বছর বয়সী গ্রিসের স্টেফানোস টিটিপাস।

ক্লে কোর্টে টানা ১৭ জয় ও টানা ৪২ সেট জেতা নাদালের শুরুটা হয়েছিল হোঁচট খেয়ে। প্রথম সার্ভিসটা গফিনের কাছে হেরে বসেন। তবে দ্রুতই ছন্দে ফিরে আসেন পুরো দমে।

২৯ এপ্রিল (রবিবার) ফাইনালে নাদালের মুখোমুখি হবেন গ্রিসের স্টেফানোস টিটিপাস।

বিশ্ব র‌্যাংকিংয়ে ৬৩ নম্বর টিটিপাস গ্রিস থেকে আসা প্রথম তারকা যিনি এটিপির ফাইনালে পৌঁছালেন। সবশেষ ১৯৭৩ সালে এমনটি করেছিলেন নিকোলাস কালোগেরোপুলস।  

এছাড়া আরেকটি দিক দিয়ে নাদালেরই এক কীর্তিতে পাশে রয়েছেন টিটিপাস। ২০০৫ সালে বার্সেলোনায় সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট ছিলেন নাদাল। এরপর তারই মতো আরেক সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট পেলো বার্সেলোনা ওপেন। যার প্রতিপক্ষ এবার নাদাল!

অপরদিকে চতুর্থ খেলোয়াড় হিসেবে ক্লে কোর্টে ৪০০ ম্যাচ জিতেছেন নাদাল। পাশাপাশি সেমিফাইনালের পর ক্লে কোর্টে জিতেছেন ৪৪ সেট। তাই ফাইনালটা যে ভিন্ন রোমাঞ্চ ছড়াচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত