বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি আজ শুরু

প্রকাশ : ০৪ মে ২০১৮, ১৪:২২

সাহস ডেস্ক

আটটি বিভাগীয় দল নিয়ে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ০৪ মে (শুক্রবার) শুরু হতে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডি ২০১৮।

০৩ মে (বৃহস্পতিবার) চূড়ান্ত পর্ব শুরু হওয়ার আগে বিওএ ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এর বিস্তারিত তুলে ধরেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান।

তিনি জানান, ‘গতবার এই আসর থেকে আমরা ৬ জন খেলোয়াড় জাতীয় দলের ক্যাম্পে পেয়েছি। এবারো আশা করছি অনেক খেলোয়াড় বেরিয়ে আসবে। তাদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’

এসময় এশিয়ান গেমসের আগে জাতীয় কাবাডি দলে বিদেশি কোচ আনার প্রয়োজন নেই বলে জানান ফেডারেশন সম্পাদক। তিনি জানান দেশি কোচ দিয়েই সম্ভব, ‘আমাদের ভালো মানের খেলোয়াড় এবং কোচ আছে। তাদের দিয়েই আমাদের দল তৈরি হবে। বিদেশি কোচ আনার প্রয়োজন দেখছি না।’

সংবাদ সম্মেলনে ফেডারেশন সাধারণ সম্পাদক ছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক ও পুলিশের অতিরিক্ত ডিআইজি গাজী মোহাম্মদ মোজাম্মেল হক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আমির হোসেন পাটোয়ারী উপস্থিত ছিলেন।

বসুন্ধরা গ্রুপ স্বাধীনতা কাপ কাবাডির অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল হবে ০৬ মে (রবিবার)।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত