কোচের শূন্যস্থান আজ পূর্ণ হবে, বাফুফে

প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৮:২৮

সাহস ডেস্ক

জাকার্তা এশিয়ান গেমসের আগেই ডিসিপ্লিনের খেলোয়াড় ও প্রশিক্ষক তালিকা আয়োজক দেশের কাছে পাঠাতে হবে। তাই তোড়জোড় শুরু হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)। প্রায় দেড় মাস ধরে কোচ না থাকলেও এবার সেই শূন্যস্থান পূরণের জন্য ওঠেপড়ে লেগেছেন বাফুফের কর্তারা।

আমাগী ১৫ মে (মঙ্গলবার) এর মধ্যে ডিসিপ্লিনের খেলোয়াড় ও প্রশিক্ষক তালিকা পাঠাতে হবে।

কারণ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) বাফুফেকে কোচের নাম পাঠানোর তাগাদা দিচ্ছে। বাফুফের জাতীয় দল কমিটি এজন্য আজ সভায় বসছে।

আজ ১৪ মে (সোমবার) দুপুরে জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিলের অফিসে এ সভা অনুষ্ঠিত হবে। এ সভা শেষে জানা যাবে বাংলাদেশ দলের নতুন কোচের নাম।

বাফুফে সূত্রে জানা গেছে, একজন ব্রিটিশ ও একজন অস্ট্রেলিয়ান কোচ রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়। এই দু’জনের মধ্য থেকে একজনকে আজ চূড়ান্ত করবে জাতীয় দল কমিটি।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত