আবারো আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর

প্রকাশ : ১৬ মে ২০১৮, ১৩:১৫

সাহস ডেস্ক

টানা দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নির্বাচিত হলেন ভারতের শশাঙ্ক মনোহর। 

১৫ মে (মঙ্গলবার) আইসিসির চেয়ারম্যান পদের জন্য আর কেউ মনোনয়ন প্রত্যাশি থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন মনোহর।

২০১৬ সালে প্রথম আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন শশাঙ্ক মনোহর। তিনিই ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার প্রথম স্বাধীন চেয়ারম্যান। দায়িত্ব নেওয়ার পর একাধিক বড় পরিবর্তন আনেন তিনি। 

তার আগ্রহেই আইসিসির গভর্নিং কাঠামোতে পরিবর্তন আনা হয়। এছাড়া সংস্থাটিতে প্রথম নারী পরিচালক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত আসে। তবে তার সবচেয়ে বড় ভূমিকা হিসেবে দেখা হয় আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে টেস্ট স্ট্যাটাস দেওয়া।

চলতি বছর মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় নির্বাচিত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন মনোহর। নির্বাচিত হওয়ার পর ক্রিকেটকে গোটা বিশ্বে ছড়িয়ে দেওয়ার কাজ করার পরিকল্পনার কথা জানান তিনি। বিশ্বে ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই ক্রিকেট সংগঠক।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত