টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাঘিনীরা

প্রকাশ : ২১ মে ২০১৮, ১১:১৬

আবারো হোয়াইটওয়াশ। ওয়ান্ডের পর এবার টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হলো সফরকারী বাংলাদেশ নারী ক্রিকেট দলটি। তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে সালমা খাতুন বাহিনী।

২০ মে (রবিবার) স্বাগতিকদের কাছে ২৩ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাঘিনীরা।

এদিন বৃষ্টির কারণে দু’দলের জন্য ৯ ওভার করে নির্ধারণ হয়। প্রোটিয়া নারীরা প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৬৪ রান করে। সর্বোচ্চ ২৯ রান করেন তাজমিন ব্রিটস।

বাংলাদেশি বোলারদের মধ্যে ২ উইকেট পান সালমা। আর একটি উইকেট তুলে নেন রুমানা আহমেদ।

জবাবে ৬ উইকেট হারিয়ে ৪১ রানের বেশি করতে পারেনি টাইগ্রেসরা। সর্বোচ্চ ১২ রান করেন শামীমা সুলতানা। ১০ রান করেন ফাহিমা খাতুন। তবে দলের অন্যরা দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি।

স্বাগতিক বোলারদের মধ্যে ৩টি উইকেট তুলে নেন আয়াবোঙ্গা খাকা। ২টি উইকেট পান মারিজান্নে কাপ্প।

ম্যাচ সেরা হয়েছেন আয়াবোঙ্গা খাকা। সিরিজ সেরা হয়েছেন শাবনিম ইসমাইল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত