বিশ্বকাপের আগে বিশ্ব রেকর্ড ম্যানসিটির

প্রকাশ : ২৪ মে ২০১৮, ১৬:৪০

সাহস ডেস্ক

আর মাত্র তিন সপ্তাহ পর রাশিয়ার মাঠে গড়াতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ। আগামী ১৪ জুন বিশ্বের বৃহত্তম দেশটিতে বসবে ফুটবলের ২১তম আসর। এ বিশ্বকাপের আগে অনন্য রেকর্ড গড়তে যাচ্ছে ম্যানচেস্টার সিটি।

এবারের বিশ্ব মঞ্চে পারফরম করবেন ম্যানসিটির ১৭ খেলোয়াড়। এর মধ্য দিয়ে প্রথম কোনো ক্লাবের হয়ে খেলা এতজন খেলোয়াড় ফুটবলের সর্বোচ্চ আসরে অংশ নিতে যাচ্ছেন।

এর আগে রেকর্ডটি ছিল আরেক ইংলিশ ক্লাব আর্সেনালের দখলে। ২০০৬ বিশ্বকাপে গানারদের ১৫ খেলোয়াড় অংশ নেন।

সিটির বিশ্বকাপ তারকা:

ব্রাজিল-এডারসন, দানিলো, ফার্নান্দিনহো, গ্যাব্রিয়েল জেসুস

ইংল্যান্ড-ফাবিয়ান দেল্ফ, জন স্টোনস, কাইল ওয়াকার, রাহিম স্ট্রার্লিং

জার্মানি- ইলকেয় গুন্দোগান, লেরয় সানে

আর্জেন্টিনা-নিকোলাস ওতামেন্দি, সার্জিও আগুয়েরো

বেলজিয়াম-ভিনসেন্ট কোম্পানি, কেভিন ডি ব্রুইনে

সাহস২৪.কম/খান/রনি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত