প্রকাশ পেলো বিশ্বকাপ থিম সং 'Live It Up' (ভিডিও)

প্রকাশ : ২৬ মে ২০১৮, ১২:৫৮

আগামী জুনে রাশিয়ায় শুরু হতে যাচ্ছে বিশ্বের সেরা ৩২টি দেশ নিয়ে টানা এক মাসের জন্য ২১তম আসরের ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। এই আসরকে কেন্দ্র করে আয়োজনের কোনো কমতি রাখেনি রাশিয়। প্রত্যেক বিশ্বকাপের মতো এবারো থাকছে অফিসিয়াল থিম সং।

এবারের অফিসিয়াল থিম সংয়ের নাম হচ্ছে 'Live It Up'। বানিয়েছেন জনপ্রিয় চার শিল্পী নিকি জ্যাম, ইরা ইস্ত্রেফি, উইল স্মিথ ও ডিপলো। এদের অক্লান্ত পরিশ্রমে থিম সংটি প্রকাশ পেয়েছে।

২৫ মে (শুক্রবার) আনুষ্ঠানিকভাবেই থিম সংটি প্রকাশ করেছে ফিফা।

বিশ্বকাপে সব ধরণের আয়োজন ঠিকঠাক হলেও থিম সংটি প্রকাশ হচ্ছিল না। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হলো ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের থিম সং। অন্যান্যবার আরো আগে থিম সং প্রকাশিত হলেও এবার একটু দেরিতে থিম সংটি প্রকাশিত হয়েছে।

গানটি গেয়েছেন নিকি জ্যাম এবং ইরা ইস্ত্রেফি। গানটির ফিট দিয়েছেন উইল স্মিথ। গানটির প্রোডাকশনের দায়িত্বে ছিলেন ডিপলো। আগামী দুই মাস 'Live It Up' জ্বরেই কাঁপতে যাচ্ছে ফুটবল দুনিয়া।

থিম সং বিশ্বকাপে সবসময়ই নতুন মাত্রা যোগ করে। পুরো ফুটবল দুনিয়াকে গেঁথে ফেলে একই সুরে, একই উন্মাদনায়। ১৯৯৮ বিশ্বকাপের 'Cup of Life' কিংবা ২০১০ বিশ্বকাপের 'Waka Waka' ও 'Wavin Flag' এখনো ফুটবলপ্রেমীদের অন্তরে গেঁথে রয়েছে। এ দুটি বিশ্বকাপের থিম সং প্রযোজনা করেছিলেন আমেরিকান ডিজে ডিপলো। এবার পালা 'Live It Up' এর।

১৫ জুলাই মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে মাঠ মাতাবেন স্মিথ-ইরা-নিকি। বিশ্বকাপের আনুষ্ঠানিক মিউজিক ভিডিও ৭জুন প্রকাশ করবে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত