রোমেরোর ইনজুরি নিয়ে মিথ্যা বলেছে: ইলিয়ানা

প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৭:০৪

সাহস ডেস্ক

আর্জেন্টিনার একনম্বর গোলকিপার হচ্ছে সের্গিও রোমেরো। সবাই জানে ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে খেলতে পারছেন না রোমেরো। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে শুরুতে রাখা হয়েছিল তাকে।

কিন্তু চূড়ান্ত দল ঘোষণার একদিন পর আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানায়, হাঁটুর ইনজুরির কারণে রোমেরো আর দলে থাকছেন না। কিন্তু রোমেরোর স্ত্রী ইলিয়ানা গার্সিও বলছেন, ‘সব মিথ্যা!’ তার স্বামীর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। তার দাবি, ‘রোমেরোর ইনজুরি গুরুতর নয়। বিশ্বকাপের আগেই ফিট হয়ে যাবেন।’

তাহলে কেন নিজেদের সেরা গোলকিপারকে বাদ দেবে তৃতীয় বিশ্বকাপের স্বপ্ন নিয়ে রাশিয়া মিশন শুরু করতে যাওয়া আর্জেন্টিনা? ইলিয়ানার দাবি, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন রোমেরোর ইনজুরি নিয়ে মিথ্যা বলেছে। কারণ অনেকেই তাকে দলে চায় না।’

লস অ্যাঞ্জেলেসের একটি টেলিভিশন শো’তে সাবেক মডেল ইলিয়ানা বলেছেন, ‘কিছুই ভাঙেনি। হাড় সামান্য সরে গেছে। চিকিৎসকরা তাকে বলেছে যে সে বিশ্বকাপের জন্য ঠিক আছে। সর্বোচ্চ দুই বা তিন সপ্তাহ লাগতে পারে সেরে উঠতে।’

রোমেরোর স্ত্রীর ভাষ্য, ‘এটাই আমার স্বামীর অবস্থা। প্রথম ম্যাচের জন্য ফিট হয়ে যেতে পারত সে। অনেক মানুষই তাকে দলে চায়নি। নিজেদের কথার জোর বাড়াতেই ওরা বলেছে যে হাড় ভেঙেছে। এই মিথ্যা শুনতে শুনতে আমি ক্লান্ত।’

ইলিয়ানা আরও বলেছেন, ‘আমি জানি না যারা এসব কথা বলছে তা উটকো, তারা জানে না নাকি কাপুরুষের মতো বলছে কিংবা ব্যক্তিগত স্বার্থে, যেটাই হোক এরচেয়ে বাজে কিছু হতে পারে না।’

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপারের ব্যাপারে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল, ‘রোমেরোর হাঁটুতে ব্ল­কেজ ধরা পড়েছে। সেজন্য সে দলের বাইরে চলে গেছে।’

উইলি কাবালেরো ও ফ্রাংকো আরমানি আর্জেন্টিনা দলের বাকি দুই গোলকিপার। কিন্তু দীর্ঘদিন ধরেই রোমেরো ছিলেন একনম্বর। ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ মিশন।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত