২১তম বিশ্ব আসরের স্বপ্ন শেষ সালাহ’র

প্রকাশ | ২৭ মে ২০১৮, ১৫:১০

অনলাইন ডেস্ক

আগামী জুনে শুরু হতে যাওয়া রাশিয়া বিশ্বকাপের ২১তম আসরে স্বপ্ন শেষ হয়ে গেলো ইংলিশ ক্লাব লিভারপুল ও মিশরীয় ফরোর্য়াড মোহাম্মদ সালাহ’র। প্রথমবারের মতো বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসরে খেলার সৌভাগ্য হচ্ছেনা মিশরের রাজা খ্যাত এই তারকার।

২৬ মে (শনিবার) দিবাগত রাত পৌনে ১টায় ইউক্রেনের কিয়েভের অলিম্পিয়াক্স স্টেডিয়ামে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাধে চোট পাবার কারণে মাঠ ছাড়তে বাধ্য হন ২৫ বছর বয়সী এই তারকা।

ম্যাচের বিরতির সময় ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার বিটি স্পোর্টসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি স্টার ডট ইউকে জানায়, ‘প্রাথমিকভাবে জানাগেছে মোহাম্মদ সালাহ’র কাধের চোট সাড়তে প্রায় ১২-১৬ সপ্তাহ লাগতে পারে।

ইউরোপ সেরার লড়াইয়ে এদিন রিয়ালের বিপক্ষে ৩-১ গোলে হারতে হয়েছে লিভারপুলকে। স্প্যানিশ ক্লাবটির হয়ে গ্যারেথ বেল দুটি ও করিম বেনজামা একটি গোল করেন। অলরেডদের পক্ষে একটি গোল করেন সাদিও মানে।

ইংলিশ ক্লাবটির হয়ে মৌসুমে সর্বোচ্চ গোল দেয়া সালাহ লস ব্ল্যাঙ্কোস অধিনায়ক সার্জিও রামোসের সঙ্গে ২৮ মিনিটে ধাক্কা খেয়ে মাটিতে গড়িয়ে পড়েন।

মাঠের বাইরে চলে যাবার পর ফের নামেন। খেলা শুরু হবার ২ মিনিট পর একাই মাটিতে পড়ে যান। এর পর মাঠ ছাড়তে হয় প্রতিভান এই ফুটবলারকে।

আফ্রিকা অঞ্চলের হয়ে মিশরকে একক নৈপুণ্যে বিশ্বকাপের মূল মঞ্চে নিয়ে আসেন সালাহ।

সাহস২৪.কম/খান/মশিউর