সালাহ বিশ্বকাপে খেলবে, আশাবাদী মিশর

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৭:২৩

সাহস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। আর এই ম্যাচে চোটের কারণে মাঠ থেকে কেঁদে বের হন মোহাম্মদ সালাহ। তখনই সবাই ধারণা করেছিল মিশরীয় স্ট্রাইকারের হয়তো বিশ্বকাপটাই শেষ। এমন সুরে ইঙ্গিত দিয়েছিল খোদ মিশরীয় ফুটবল ফেডারেশনও।

তবে সংস্থাটি এখন তাদের আগের দাবি থেকে সরে এসেছে। জানায় প্রথমে যা সন্দেহ করেছিল, ইনজুরি আসলে ততটুকু গুরুতর নয়। ফলে তাকে নিয়ে রাশিয়া বিশ্বকাপে আশাবাদী তার দেশ।

২৬ মে (শনিবার) দিবাগত রাতে কিয়েভের ফাইনালে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হয় লিভারপুলের সালাহরা। 

ম্যাচে ৩-১ ব্যবধানে অলরেডসদের হারার ম্যাচে প্রথমার্ধের ৩০ মিনিটে চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে যান সালাহ। রিয়াল অধিনায়ক সার্জিও রামোস বাজে ট্যাকেল করে সালাহ’র কাঁধে আঘাত করেন।

ম্যাচ শেষে লিভারপুল কোচ ইয়র্গেন ক্লপ জানান, ‘সালাহ’র ইনজুরিটি ‘সত্যিই গুরুতর’। তবে রাশিয়ায় তাকে যেতে হলে পরীক্ষার জন্য অপেক্ষা করতে হবে।’

পরবর্তীতে লিভারপুলের অফিসিয়ালদের সঙ্গে মিশরীয় ফুটবলের চিকিৎসকের আলাপ হয়। যেখানে বলা হয়, এক্স-রে শেষে দেখা যায় লিগামেন্টে চিড় থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মিশরের চিকিৎসক আবু এলা অবশ্য আশাবাদ ব্যক্ত করে জানান, ‘সালাহ বিশ্বকাপে খেলবে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত