আল জাজিরার কাছে ফিক্সিংয়ের তথ্য-প্রমাণ চেয়েছে অস্ট্রেলিয়া

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৮:০৯

সাহস ডেস্ক

ফিক্সিং নিয়ে আল জাজিরার করা প্রামাণ্যচিত্রে চলছে তোলপাড়। এমন অবস্থায় অস্ট্রেলিয়ার নাম আসায় আল জাজিরার কাছে মূল ফুটেজ ও সম্পাদনা বিহীন ফুটেজ চেয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এমন চাওয়ার পেছনে লক্ষ্য- অভিযোগ সত্য কিনা সেটা যাচাই। এরপর তদন্তের কথাও জানিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

ক্রিকেট অস্ট্রেলিয়া অবশ্য বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণের দাবি করেছে। তারা বলেছে আইসিসি অথবা ক্রিকেট অস্ট্রেলিয়ার কেউই দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ হাতের কাছে পায়নি। তাই আল জাজিরার কাছে সংশ্লিষ্ট সব কিছুর মূল ফুটেজ চেয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

একইভাবে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তাদের গল স্টেডিয়ামের কিউরেটরের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে সর্বোচ্চ সহযোগিতার কথাই বলেছে। যদিও এমন অভিযোগের পর কাউকে বহিষ্কার করেনি শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। তাদের দাবি শুধুমাত্র মিডিয়া রিপোর্ট অনুসারে পদক্ষেপ নেওয়া যুক্তিযুক্ত নয়। ধারাবাহিক তদন্ত শেষেই পদক্ষেপ নেবে শ্রীলঙ্কা।

আল জাজিরার অভিযোগ রাঁচিতে গত বছরের মার্চে ভারত-অস্ট্রেলিয়া টেস্টেটি পাতানো ছিল। বলা হচ্ছিল নির্দিষ্ট কিছু সময় ফিক্সারদের চাহিদা অনুযায়ী স্কোর করেছে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। একইভাবে শ্রীলঙ্কার গল কিউরেটরের বিরুদ্ধে অভিযোগ-তিনি পিচ বিকৃত করেছেন ম্যাচের ফলে প্রভাব বিস্তারের জন্যে।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত