বিশ্ব রেকর্ড গড়লো নিউজিল্যান্ড নারী ক্রিকেটাররা

প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৬:০২

এবার বিশ্ব ক্রিকেটে ছেলেদেরকে পেছনে ফেলে বিশ্ব রেকর্ড গড়েছে নারী ক্রিকেটাররা। ইংল্যান্ড ছেলে দলের পরে সর্বোচ্চ রানের রেকর্ড করেছেন নিউজিল্যান্ড নারী দল। পাকিস্তানের বিপক্ষে ৫০ ওভারের ম্যাচে ইংলিশ ছেলেদের ৪৪৪ রানের পর এবার আয়ারল্যান্ডের বিপক্ষে কিউই মেয়েরা করেছে ৪৯০ রান। তিন ম্যাচের ওয়ান্ডে সিরিজের প্রথম ম্যাচেই জয় পেয়েছে নিউজিল্যান্ড নারী দল।

০৮ জুন (শুক্রবার) ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে কিউয়ি নারী দল ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছেন ৪৯০ রান।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৪৯০ রান করেন নিউজিল্যান্ড নারীরা। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক সুজি বাতেস ৯৪ বলে ২৪ চার ও ২ ছয়ে ১৫১ রান, জেস ওয়াটকিন ৫৯ বলে ১০ চারে ৬২ রান, মেডি গ্রিন ৭৭ বলে ১৫ চার ও ১ ছয়ে ১২১ রান এবং অপরাজিত আমেলা কের ৪৫ বলে ৯ চার ও ৩ ছয়ে ৮১ রান করেন।

আয়ারল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ কারা মারি ২টি এবং লারা মারিতজ ও গ্যাবি লুইস ১টি করে উইকেট নেন।

৪৯১ রানের তারা করতে নেমে ৩৫.৩ ওভারে ১৪৪ রানে অল আউট হয় আয়ারল্যান্ড নারী দল। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক লাউরা ডেলানি ৩৭ রান, চেনিফার গ্রে ৩৫ রান করেন।

কিউই দলের হয়ে সর্বোচ্চ লেই কাসপারেক ৪টি, হাননা রহ ২টি, কেই ইব্রাহিম, আননা পিটারসন ও আমেলা কের ১টি করে উইকেট নেন।

আয়ারল্যান্ড নারীদের বিপক্ষে ৩৪৬ রানে জিতে সিরিজ জয়ে একধাপ এগিয়ে থাকলো নিউজিল্যান্ড নারী দল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত