এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত

প্রকাশ : ১০ জুন ২০১৮, ১১:৫২

সাহস ডেস্ক

২০১৮ নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে টানা চার জয় নিয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অন্যদিকে টাইগ্রেসদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফাইনালে উঠেছে ছয় বারের চ্যাম্পিয়ন ভারত।

আজ ১০ জুন (রবিবার) দুপুর ১২টায় মালয়েশিয়ার মাঠে ভারতের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবেন বাঘিনীরা। খেলাটি সরাসরি স্টার স্পোর্টস-১ চ্যানেলে দেখা যাবে।

এশিয়া কাপের হাতছানির স্বপ্নে বিভোর হয়ে আছে দেশ। কেননা এর আগে এই ভারতকেই বধ করেছিলেন লাল-সবুজে ঘেরা প্রমীলারা।

রবিন রাউন্ড লিগ পদ্ধতির টি-টোয়েন্টি এশিয়া কাপের শুরু থেকেই চমক দেখিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের পর ভারতকেও হারিয়ে দেয় তারা। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখে মালয়েশিয়াকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠে দাপুটে বাংলাদেশ।

আজ দলের শামীমা, আয়শা, ফাহিমা ও সালমাদের ধারাবাহিক পারফরম্যান্সেই হয়তো প্রথম শিরোপা ঘরে তুলতে পারে বাংলাদেশ।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত