শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম টেস্ট জয় ক্যারবীয়দের

প্রকাশ : ১১ জুন ২০১৮, ১৩:০৫

সাহস ডেস্ক

তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টেই শ্রীলঙ্কাকে ২২৬ রানে হারিয়ে বিশাল জয় পেয়ে ১-০ তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।

১০ জুন (রবিবার) ত্রিনিদাদে শেষ দিন ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৪৫৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ২২৬ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

চতুর্থ দিন শতক থেকে মাত্র ৬ রান দূরত্বে দিনের খেলা শেষ করেছিল কুশল মেন্ডিস। পঞ্চম দিন মেন্ডিস শতক পেলেও তার দল ৫০ রান করতেই গুটিয়ে যায়।

জয়ের জন্য শেষ দিনে সফরকারীদের প্রয়োজন ছিল ২৭৭ রান। লঙ্কানদের চতুর্থ দিন শেষ ৩ উইকেটে ১৭৬ রানে। পঞ্চম দিনে সে স্কোর ২২৬ রানে পৌঁছাতেই বাকি ৭ উইকেট হারিয়ে ফেলে দলটি। পঞ্চম দিনে মাত্র ২৯ দশমিক ৪ ওভার স্থায়ী হয় তাদের ইনিংস।

পঞ্চম দিন খেলতে নেমে দ্রুত শতকপূর্ণ করেন মেন্ডিস। এরপরই তাকে সাজঘরে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল। আউট হয়ে ফেরার আগে ২১০ বলে ১০ চার ও ২ ছয়ে ১০২ রান তোলেন মেন্ডিস।

৩১ রানের ব্যবধানে শেষ ৬ উইকেট হারানো লঙ্কানদের শেষ ৫ ব্যাটসম্যান আউট হন ৫১ বল খেলে। মেন্ডিসের সঙ্গী হয়ে খেলতে নামা লাহিরু গামাগের সংগ্রহ ছিল ৩ রান। এ ৩ রান তুলতে ৪৯ বল খরচ করেন নাইট ওয়াচম্যান হিসেবে খেলতে নামা এ ব্যাটসম্যান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে চেজ সর্বোচ্চ ৪ উইকেট নেন বিনিময়ে তিনি দেন ১৫ রান। ৪৮ রানে ৩ উইকেট শিকার করেন লেগ স্পিনার দেবেন্দ্র বিশু। গ্যাব্রিয়েল পেয়েছেন ২ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার উঠেছে উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডাউরিচেরের হাতে।

১৪ জুন (বৃহস্পতিবার) তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে গ্রস আইসলেটে মুখোমুখি হবে দল দু’টি।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত