এশিয়ার ক্রিকেটের নতুন সম্রাজ্ঞী বাংলাদেশ

প্রকাশ : ১১ জুন ২০১৮, ১৭:৩৮

সাহস ডেস্ক

এশিয়ার ক্রিকেটের নতুন সম্রাজ্ঞী এখন বাংলাদেশ। এই প্রথম টাইগ্রেসদের হাত ধরে বড় ধরণের কোনো ট্রফি ঘরে এসেছে। নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে শক্তিশালী ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালায়েশিয়ার মাঠে গ্যালারি ভর্তি সমর্থকসহ সারা দেশে হয়েছে সমর্থকদের উল্লাশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ড্রেসিং রুমেও হয়েছে মাশরাফি-তামিমদের উল্লাস। এর আগে এত বড় আসরের চ্যাম্পিয়ন হতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা।

১৯৯৭ সালে এই মালয়েশিয়াতেই আইসিসি ট্রফিতে কেনিয়াকে হারিয়ে বিশ্ব ক্রিকেটকে জানান দিয়েছিল বাংলাদেশ ‘আমরাও আসছি’। হাসিবুল হাসান শান্ত-খালেদ মাসুদ পাইলটের শেষ বলের দৌড় আজীবন মনে রাখবে দেশের মানুষ। 

গতকাল ১০ জুন (রবিবার) সালমা-জাহানারাও সেই শেষ বলে দুই রানের দৌড় নতুন ইতিহাস রচনা করেছে দেশের ক্রিকেটে। এশিয়া কাপে গত ৬ আসরের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন দল হিসেবে নাম লেখানো চাট্টিখানি কথা নয়।

মেয়েদের এমন জয়ে অভিভূত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। গত রাতে নিজের ফেসবুক টাইমলাইনে পোস্ট করেন, ‘৯৭ সালের শান্ত ভাই আর পাইলট ভাইয়ের দৌড়ের পর আমার মতো অনেকেই আজ দৌড়ায়, আর এই ২০১৮ এর সালমা আর জাহানারার দৌড় দেখে বাংলাদেশে ঘরে ঘরে অনেকেই দৌড়ানোর অপেক্ষায় আছে, যে দৌড় চলবে তো চলবে আর থামবে না ইনশাল্লাহ...। আজ শুধু অভিনন্দন অনেক কম আপনাদের জন্য। বাংলাদেশ।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত