সৌদি ফুটবল দল বহনকারী বিমানের আগুন (ভিডিও)

প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১২:২২

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের বিপক্ষে পরবর্তী ম্যাচ খেলতে বন্দরনগরী রোস্তভ অন ডনে যাওয়ার সময় সৌদি আরবের ফুটবল দলকে বহনকারী বিমানের একটি ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

১৮ জুন (সোমবার) সৌদি ফুটবল ফেডারেশন বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে।

তবে বিমানটি নিরাপদেই অবতরণে সক্ষম হয়েছে। বিশ্বকাপে অংশ নেয়া সৌদি আরবের এক ফুটবল খেলোয়াড় এটিকে সামান্য ত্রুটি বলে আখ্যায়িত করেছেন।

সৌদি টেলিভিশন চ্যানেল কেএসএর খবরে বলা হয়েছে, একটি ইঞ্জিনে সামান্য অগ্নিকাণ্ড ঘটেছিল। কিন্তু বিমানটি নিরাপদেই অবতরণ করেছে।

ফুটবল ফেডারেশনের টুইটার অ্যাকাউন্টে দেশটির ফুটবলার হাতান বাহবির বলেন, ‘আমরা নিরাপদে এসেছি এবং সবাই ভালো আছি। এটি ছিল সামান্য ত্রুটি।’

এ সময়ে তারা ভয় পেয়েছিলেন কিনা ক্যামেরার বাইরে থেকে তাকে একজন জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমরা কিছুটা শঙ্কিত ছিলাম। কিন্তু আল্লাহকে ধন্যবাদ।’

সৌদি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানের একটি ইঞ্জিনে সামান্য ত্রুটি দেখা দেয়ার পর আমাদের জাতীয় দলের সব খেলোয়াড় নিরাপদে রয়েছেন।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত