প্রথম বল থেকেই খেলতে ভালোবাসি: তামিম

প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১৮:১২

সাহস ডেস্ক

চলতি মাসেই ভারতের দেরাদুনে আফগানিস্তানরে বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হেরে হোয়াইটওয়াশের লজ্জা পেতে হয়েছে বাংলাদেশকে। আর এই সিরিজ হারার মূল কারণ হিসেবে ধরা হচ্ছে ব্যাটিং ব্যর্থতাকে। বাংলাদেশ দলের টপ অর্ডাররা ছিল পুরোপুরি ব্যর্থ।

দলের নিয়মিত ওপেনার তামিম ইকবালও ছিলেন নিষ্প্রভ। যে কিনা ইনিংসের প্রথম বল থেকেই ব্যাটিং করেন তাকে সিরিজের শেষ দুই ম্যাচে দেখা গেলো প্রথম বলে নন-স্ট্রাইকে থাকতে।

তিন ম্যাচের প্রথম ম্যাচে মুজিব উর রহমানের প্রথম বলেই আউট হয়ে যান তামিম। এরপর শেষ দুই ম্যাচে প্রথম বল থেকে না খেলায় তামিমকে নিয়ে অনেক কটু কথাও হয়েছিল।

এমন কিছু হওয়াটা অস্বাভাবিকও না। কেন না গত এগারো বছর ধরেই যে তামিম প্রথম বল থেকে ব্যাট করে আসছেন। তাই ব্যপারটা চোখে পড়ার মতোই।

এমন কিছুর জন্য ব্যাখ্যাও দিয়েছেন তামিম ইকবাল। ২৯ বছর বয়সী এই ওপেনার বলছেন, ‘সমস্যাটা টেকনিক্যালি। প্রথম ম্যাচে তো মুজিবকে খেলতেই পারিনি। তাই ভাবলাম পরের দুই ম্যাচে আগে তার কয়টা বল দেখবো পরে খেলবো। আমি প্রথম বল থেকেই খেলতে ভালোবাসি। ভবিষ্যতেও প্রথম বল থেকেই খেলবো।’

ক’দিন পরেই আছে ক্যারিবীয় সফর। সেখানে আছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত