ব্রাজিলের অভিযোগ আমলে নেয়নি ফিফা

প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৭:৫৪

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে এবারের বিশ্বকাপের ফেবারিট দল ও পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

এদিন সুইজারল্যান্ড ম্যাচে একটি বিতর্কিত গোল ও নেইমারের জার্সি ধরে টেনে ফেলার পরেও রেফারিরা ঘটনাকে গুরুত্ব না দেয়ার ঘটনায় ক্ষুব্ধ ব্রাজিল টিম ম্যানেজমেন্ট। নতুন প্রযুক্তি ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহার না করায় উত্তরও চেয়ে ফিফার কাছে চিঠিও দিয়েছিল তারা। কিন্তু সেলেসাওদের নালিশ আমলেই নেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)।

নেইমারের জার্সি ধরে টান, সুইস তারকা জুবেরের গোল ছাড়াও পেনাল্টি বক্সে গ্যাব্রিয়েল জেসাসকে ফেলে দেয়ার পরও ভিএআরে’র সাহায্য নেননি রেফারি। কেন ভিএআর ব্যবহার করা হয়নি, বুধবার তা ফিফার কাছে জানতে চেয়েছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন।

ম্যাচ চলাকালে সেই সময় অফিসিয়ালদের মধ্য যেসব আলোচনা হয়েছে তার ‘ভিডিও এবং অডিও রেকর্ডিং’ দেয়ার অনুরোধও করেছিল ব্রাজিল ফুটবল কনফেডারেশন। কিন্তু দুটি বিষয়ই নাকচ করে দিয়েছে ফিফা। কোনও বিষয়ই পর্যালোচনা হবে না বলেও জানিয়েছে সংস্থাটি।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত