ন্যুয়ারকে ‘পুটো’ বলায় জরিমানা মেক্সিকোর

প্রকাশ : ২১ জুন ২০১৮, ১৮:২০

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জার্মানির মতো শক্তিশালী দল ও ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিশ্বকাপের মঞ্চে হারিয়েছে উত্তর আমেরিকার দল মেক্সিকো। এই হারের পর গ্যালারির দর্শকরা জার্মানি গোলরক্ষক মানুয়েল ন্যুয়ারকে যৌনকর্মী বলেছে। এতে মেক্সিকোকে জরিমানা করেছে ফিফা।

জার্মানকে হারানোর আনন্দটা অন্যরকমই বলতে হবে। উত্তর আমেরিকার দলটির এমন জয়ের পর দেশটির সমর্থকদের বাধ ভাঙা উল্লাস দেখেছে বিশ্ব। 

তবে বেশি উল্লাস করতে গিয়ে বাজে কিছুই করে ফেলেছেন সেদিন মাঠে থাকা মেক্সিকান সমর্থকরা। গত ১৭ জুন (রবিবার) ১-০ গোলে জয়ের ম্যাচে দর্শকরা বৈষম্যমূলক এবং অপমানজনক কথা বলায় ফিফা কতৃক বড় ধরনের জরিমানার কবলে পড়েছে মেক্সিকো ফুটবল ফেডারেশন (এফএমএফ)।

২০ জুন (বুধবার) ফিফা ডিসিপ্লিনারি কমিটি মেক্সিকো ফুটবলকে ৭ হাজার ৬০০ ইউরো জরিমানা করে। যেখানে বলা হয়েছে তাদের সমর্থকরা জার্মানি গোলরক্ষক মানুয়েল ন্যুয়ারকে চিৎকার করে ‘পুটো’ বলেছেন। মেক্সিকোতে পুটো এক ধরনের গালি, যার মানে পুরুষ যৌনকর্মী।

এর আগে ২০১৪ বিশ্বকাপেও মেক্সিকান সমর্থকদের এমনটি করতে দেখা যায়। তবে সেবার কোনো ব্যবস্থা গ্রহণ করেনি ফিফা।

তবে চলমান বিশ্বকাপে ফিফা বৈষম্যের কোনো জায়গা দিচ্ছে না। এবারের মতো মেক্সিকোকে জরিমানা করলেও সংস্থাটির ডিসিপ্লিনারি কমিটি থেকে বলা হয়, ‘পরবর্তীতে এমন ঘটনা ঘটলে আরও কঠোর ব্যবস্থা হাতে নেয়া হবে।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত