আর্জেন্টিনায় বিশ্বকাপ ভর্তি কোকেইন

প্রকাশ : ২৩ জুন ২০১৮, ১৭:৩৫

সাহস ডেস্ক

দীর্ঘ ৩২ বছর ধরে বিশ্বকাপ ট্রফির পিছনে ছুটছে আর্জেন্টিনা। এবারের রাশিয়া বিশ্বকাপেরও স্বপ্ন দেখছে আর্জেন্টাইনরা। কিন্তু রাশিয়া বিশ্বকাপেও লিওনেল মেসির আর্জেন্টিনা যেন আছে চরম একটা দুঃস্বপ্নের মধ্যে। প্রথম ম্যাচে ড্র আর দ্বিতীয় ম্যাচে হারের পর গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কা ভর করছে আকাশী-সাদা শিবিরে। তবে কিছু বিশ্বকাপ ট্রফির খোঁজ মিলেছে আর্জেন্টিনায়। এটা অবশ্য সেই কাঙ্ক্ষিত নিরেট বিশ্বকাপের ট্রফি না। ভেতরে ফাঁপা এই বিশ্বকাপ রেপ্লিকাগুলোর মধ্যে পাচার করা হচ্ছিল কোকেইন।

গতকাল ২২ জুন (শুক্রবার) আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সে দেখা গেছে অভিনব পদ্ধতিতে এই মাদক পাচারের ঘটনা। 

বিশ্বকাপের উন্মাদনাকে কাজে লাগিয়ে ট্রফির রেপ্লিকার মধ্যে কোকেইন চালান করা হচ্ছিল। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করেছে দুটি গাড়ি ও দুটি বন্দুক। বেশ কয়েকটি বিশ্বকাপ ট্রফির মধ্যে পাওয়া গেছে দেড় কেজি পরিমাণ কোকেইন ও গাঁজা।

এবারের বিশ্বকাপে নকআউট পর্বে যেতে হলে নাইজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের পরবর্তী ম্যাচটি জিততেই হবে লিওনেল মেসিদের।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত