বিশ্বকাপের রোনালদোর সমান লুকাকু

প্রকাশ : ২৪ জুন ২০১৮, ১৮:০৭

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হ্যাট্রিক এবং দ্বিতীয় ম্যাচে এক গোল করে মোট চার গোল নিয়ে বিশ্বকাপের শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। এদিকে বেলজিয়ামের প্রথম ম্যাচে দুই গোল এবং দ্বিতীয় ম্যাচে দুই গোল মোট চার গোল নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার পর্তুগিজ অধিনায়ককে ধরে ফেলেছেন ফরোয়ার্ড রোমেলু লুকাকু।

গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদো। পরের ম্যাচে মরক্কোর বিপক্ষেও করেন জয়সূচক একমাত্র গোলটি।

সেখানে পানামার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে রোনালদোর মতো হ্যাটট্রিক না হলেও করেছিলেন জোড়া গোল। শনিবার তিউনিসিয়ার বিপক্ষেও বজায় রাখলেন প্রথম ম্যাচের পারফরম্যান্স। এদিন প্রথম ৪৫ মিনিটেই করে ফেলেন দুই গোল। সংখ্যাটা বাড়তে পারত, কিন্তু ম্যাচের বয়স ঘণ্টা পেরোতেই তাকে উঠিয়ে নেন কোচ রবার্তো মার্টিনেজ।

রোনালদো-লুকাকুকে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না স্বাগতিক রাশিয়ান উইঙ্গার ডেনিশ চেরিশেভ। তিনি সৌদি আরব বিপক্ষে ছিলেন না মূল একাদশে, ওই ম্যাচে দুই গোল। পরে মিশরের বিপক্ষে এক গোল করে সংখ্যাটা তিনে টেনে নিয়েছেন। তিন গোল আছো স্পেনের ডিয়েগো কস্তারও।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত