স্যালুট দিয়েই কপাল পুড়লো ইংলিশ সমর্থকদের

প্রকাশ | ২৫ জুন ২০১৮, ১৫:৫৮

অনলাইন ডেস্ক

ভলগোগ্রাদ এককালে পরিচিত ছিল স্তালিনগ্রাদ নামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের সঙ্গে রক্তক্ষয়ী এক লড়াইয়ের ইতিহাস বুকে ধারণ করে আছে এই শহর। সেই শহরেই হিটলারের কুখ্যাত নাজি স্যালুট দিলেন দুই ইংলিশ সমর্থক। স্যালুট দিয়েই কপাল পুড়েছে তাদের!

ইংল্যান্ডের বিপক্ষে তিউনিসিয়া ম্যাচের সময় ভলগোগ্রাদের এক পানশালায় একটি ভিডিওতে নাজি স্যালুট ও হিব্রু বিরোধী গান গাইতে দেখা যায়।

৫৭ বছর বয়সী মাইকেল হারবার্ট এবং অন্য দুই ইংলিশ সমর্থককে। সেই ভিডিওর পর হারবার্টকে খুঁজে বের করে রুশ পুলিশ। পাঁচ বছরের জন্য রাশিয়া ভ্রমণে নিষিদ্ধ হয়েছেন তিনি।

সাহস২৪.কম/খান/মশিউর