অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জয় পাকিস্তানের

প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১২:৫১

সাহস ডেস্ক

জিম্বাবুয়েতে তিনজাতি টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়ে নিজেদের আধিপত্যটা ধরে রাখল পাকিস্তান।

০৮ জুলাই (রবিবার) হারারেতে অস্ট্রেলিয়াকে ৬ উকেটে হারিয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের নাম্বার ওয়ানরা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৩ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। অজিদের এ বিশাল সংগ্রহের নেপথ্য নায়ক ডি আর্ক শর্ট। ৫৩ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সহযোদ্ধার সমর্থন জোগান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার ব্যাট থেকে আসে ঝড়ো ২৭ বলে ৪৭ রান।

তবে ফখর জামান ও শোয়েব মালিকের অনবদ্য ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার এ সংগ্রহকেও মামুলি বানিয়ে ফেলে পাকিস্তান। ৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে তারা। ৪৬ বলে ৯১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ফখর। আর মহামূল্যবান ৪৩ রান করেন মালিক।

এ জয়ে একাধিক ইতিহাস গড়ল পাকিস্তান। দীর্ঘ ২৮ বছর পর কোনো টুর্নামেন্টের ফাইনালে অস্ট্রেলিয়াকে হারাল দলটি। এছাড়া টি-টোয়েন্টি ইতিহাসে কোনো দলের বিপক্ষে পাকিস্তানের সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ডও এটি।

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত