টি-টোয়েন্টি ফরম্যাটে ইতিহাস গড়ল কেনিয়া

প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১৩:৪৪

আইসিসি টি-টোয়েন্টি সংক্ষিপ্ত ফরম্যাটে অস্ট্রেলিয়ার দলীয় সর্বোচ্চ ইতিহাস গড়া রানের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে আইসিসির সহযোগী সদস্য দল কেনিয়া।

১০ জুলাই (মঙ্গলবার) আইসিসির আরেক সহযোগী সদস্য রুয়ান্ডের বিপক্ষে ৬ উইকেটে ২৭০ রানের রেকর্ডে ইতিহাস গড়েন কেনিয়া।

আইসিসির ১৮টি সহযোগী সদস্যদের নিয়ে একটি টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় রুয়ান্ডার বিপক্ষে ৬ উইকেটে ২৭০ রানের ইনিংস গড়ে নতুন ইতিহাস গড়েছে কেনিয়া। ইনিংসে ২০টি ছক্কা হাঁকান কেনিয়ার ব্যাটসম্যানরা। দলের হয়ে অ্যালেক্স ওবান্দ এবং কলিন্স ওবুই ২২ ও ২৫ বলে ৬৩ রান করে করেন।

টার্গেট তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রানে সব উইকেট হারায় রুয়ান্ড।

২০১৬ সালে শ্রীলংকা সফরে পাল্লেকেল্লে স্টেডিয়ামে ৩ উইকেটে ২৬৩ রান করে ইতিহাস গড়েছিল অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অসিদের গড়া সেই ইনিংসটিই দলীয় সর্বোচ্চ রানের স্কোর।

অসিদের সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে আইসিসির সহযোগী সদস্য দল কেনিয়া। 

সাহস২৪.কম/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত