বিশ্বকাপ ফাইনালে ফ্রান্স, অতি উদযাপনে আহত ২৭

প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১৪:৫১

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। খেলার শেষের দিকে বেলজিয়ানদের বিপক্ষে রেফারির শেষ বাঁশি বাজার আগেই জয়ের আনন্দে মেতে ওঠেন ফরাসিরা। মুহুর্মুহু পটকার শব্দে কেঁপে ওঠে দেশটির নিস শহর। এই সময়ে ফরাসিদের ফাইনালে যাওয়ায় অতিরিক্ত উদযাপনে পদদলনে আহত হয়েছেন ২৭ জন।

১০ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে শুরু হওয়া সেমিফাইনালে বেলজিয়ানদের হারায় ফ্রান্স এবং সেই সময় নিজ শহর নিসে ফরাসিদের উদযাপনে আহত হয় ২৭ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দুই বছর আগে নিস শহরে বাস্তিল দিবসে ভিড়ের মধ্যে রেফ্রিজারেটরের ট্রাক উঠিয়ে দেয়ায় ৮৬ জন নিহত হয়েছিলেন। কিন্তু নিজ দেশ বিশ্বকাপ ফাইনালে ওঠায় সেই কষ্ট যেন কিছুটা সময়ের জন্য হলেও ভুলে গেছেন তারা।

জেলা শহর থেকে জঁ-গ্যাবরিয়ের ডেলাক্রোইক্স বলেন, ‘সেখানে ব্যাপক ভিড় জমে গিয়েছিল। ভিড়ের মধ্যে পটকাবাজি করতে গিয়ে তারা আহত হন।’

তিনি বলেন, ‘তাদের বেশিরভাগই গ্লাসের ভাঙা টুকরো ও পদদলিত হয়ে আহত হন।’

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে উল্টে যাওয়া টেবিল-চেয়ারের মধ্যে কম্পিত দর্শকদের দেখা গেছে। সেখানে গ্লাসের ভাঙা টুকরো পড়ে রয়েছে।

সাহস২৪.কম/খান/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত