ভাগ্য আমাদের সহায় ছিল না : মার্টিনেজ

প্রকাশ : ১১ জুলাই ২০১৮, ১৬:৫৫

সাহস ডেস্ক

রাশিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নের বিশ্বকাপ শিরোপা থেকে বিদায় নিয়েছে কোচ রবার্তো মার্টিনেজের বেলজিয়াম। বেলজিয়ামকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কোচ দিদিয়ের দেশমের ফ্রান্স।

বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ‘ভাগ্য আমাদের সহায় ছিল না। এ কারণেই আবারো কালো ঘোড়া (ব্ল্যাক হর্স) হয়ে থাকতে হলো।’

১০ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত ১২টায় সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ফরাসিদের কাছে ১-০ গোলে হেরেছে রেড ডেভিলরা।

এদিন ফ্রান্সের হয়ে একমাত্র গোলটি করেন স্যামুয়েল উমতিতি। ম্যাচের ৫১তম মিনিটে হেডের মাধ্যমে গোলটি করেন বার্সেলোনার এই তারকা ডিফেন্ডার। তার এক হেডেই রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে বেলজিয়াম।

৪৪ বছর বয়সী মার্টিনেজ বলেন, ‘এটি খুবই ক্লোজ (প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ) ম্যাচ ছিল। বল দখলের লড়াইয়ে আমরাই এগিয়ে ছিলাম। এতে আমরাই চাপ সৃষ্টি করেছি বেশি। অসংখ্য আক্রমণ দাগিয়েছি। তবে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। ভাগ্য অনুকূলে না থাকায় আমরা হেরে গেছি। এজন্য সাধুবাদ দিতে হবে ফ্রান্সের ডিফেন্সকে। তাদের রক্ষণ খুবই জমাট ছিল।’

ফ্রান্স রক্ষণ সামলান স্যামুয়েল উমতিতি, রাফায়েল ভারানের মতো বিশ্ব কাঁপানো ডিফেন্ডাররা। তাদের সাফল্য পাওয়ার কারণ উল্লেখ করে মার্টিনেজ বলেন, ‘তারা আমাদের প্রচুর সম্মান দেখিয়েছে। আগে থেকে সতর্ক ছিল। এ কারণেই গোলমুখে আমরা একটু জায়গাও পায়নি। সর্বোপরি দুর্ভাগ্য।’

এ স্প্যানিশ কোচ বলেন, ‘আমি আমার ছেলেদের জন্য গর্বিত। তারা প্রত্যাশার চেয়েও বেশি ভালো খেলেছে। ফ্রান্সের জন্য শুভকামনা রইল। আশা করি, তারা শিরোপা নিয়েই ঘরে ফিরবে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত