ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল

প্রকাশ | ১২ জুলাই ২০১৮, ১৭:২৯

অনলাইন ডেস্ক

ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কা ‘এ’ দলের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের তৃতীয় আনঅফিসিয়াল ম্যাচ তিন দিনেই জিতে নিয়েছে শ্রীলঙ্কা। সফরকারীদের জয়টা এক ইনিংস ও ৩৮ রানের।

১৬৭ রানের প্রথম ইনিংস খেলার পর শেষ ইনিংসে আরও ৬০ রান কমে গুটিয়ে যায় বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ ড্র হলেও শেষটা জয় পাওয়ায় একদিন হাতে রেখে ১-০ ব্যবধানে তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করল লঙ্কানরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কা দল করেছিল ৩১২ রান।

১২ জুলাই (বৃহস্পতিবার) শ্রীলঙ্কাকে আবার ব্যাটিংয়ে পাঠাতে বাংলাদেশকে করতে হতো ১৪৬ রান। হাতে ছিল ৯ উইকেট। কিন্তু ১ উইকেট হারিয়ে ৫৭ রান নিয়ে শুরু করা বাংলাদেশ আর মাত্র ৫০ রান যোগ করতেই অলআউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তারা খেলেছে মাত্র ৪৫.৩ ওভার। দ্বিতীয় ইনিংসে রান ১০৭।

আগের দিন ২৪ রান করা সৌম্য সরকার সকালে আরও ৪ রান যোগ করেই ফিরে যান। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান আসে তার ব্যাট থেকেই।

আগের দিন এক উইকেট নেয়ার শ্রীলঙ্কান স্পিনার পুষ্পাকুমারা বুধবার (১১ জুলাই) ছিলেন আরও ভয়ঙ্কর। সকালের শুরুতেই আরও ৫ উইকেট তুলে নিয়ে দলের সেরা বোলার তিনিই। ৪৬ রানে ৬ উইকেট নেন এই স্পিনার। এছাড়া প্রবাথ জয়াসুরিয়া ও শেহান জয়াসুরিয়া প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

ম্যাচসেরা হয়েছেন শেহান, আর সিরিজের সেরা লাহিরু থিরিমান্নে।

সাহস২৪.কম/খান/আল মনসুর