এমবাপেকে আলাদাভাবে দেখতে চান না দেশম

প্রকাশ | ১৫ জুলাই ২০১৮, ১২:৩৮

অনলাইন ডেস্ক

বিশ্বের অন্যতম সেরা তারকা খেলোয়াড় লিওনেল মেসি। তিনি কোনো ম্যাচে থাকা মানেই ম্যাচের সব নজর তার দিকেই। কিন্তু বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে দেখা গেল ভিন্ন চিত্র। ফ্রান্স বনাম আর্জেন্টিনার লড়াইয়ে পুরো আলো কেড়ে নেন ফ্রান্সের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপে। তার জোড়া গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ফ্রান্স পায় কোয়ার্টার ফাইনালের টিকেট। তবে কোচ দিদিয়ের দেশম এমবাপেকে আলাদাভাবে দেখতে চান না। দলের বাকি ২২ খেলোয়াড়ের মতোই তাকে মনে করেন তিনি।

আজ ১৫ জুলাই (রবিবার) বাংলাদেশ সময় রাত ৯টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ফ্রান্স। 

এমন ‘হাই ভোল্টেজ’ ম্যাচে পিএসজির তারকা খেলোয়াড় এমবাপের উপর থাকবে গুরু দায়িত্ব। শিরোপার লড়াইয়ে দলকে তিনি এগিয়ে নেবেন- এমন প্রত্যাশা ফরাসিদের। ফাইনালের আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম দলকে নিয়ে কথা বলেন। তিনি কথা বলেন এই বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফাইনালিস্ট ১৯ বছর বয়সী এমবাপেকে নিয়েও। ফাইনালে তাকে নিয়ে দলের ভিন্ন কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে কোচ বলেন, ‘সে আমার বাকি ২২ খেলোয়াড়ের মতো একজন।’

৪৯ বছর বয়সী কোচ আরো বলেন, ‘সে তরুণ একজন খেলোয়াড়। অনেক প্রতিভাবানও বটে। সে মাঠে তার প্রতিভার প্রতিফলনও ঘটিয়েছে। সে জানে তাকে কি করতে হবে। আমার স্কোয়াডের ২৩ খেলোয়াড়ের মধ্যে সেও একজন। তারা একসাথেই অনুশীলন করে। তাকে নিয়ে আমার আলাদা করে ভাবার কিছুই নেই।’

সাহস২৪.কম/খান/