২১ বছর পর সাঈদ আনোয়ারকে সিংহাসনচ্যুত করলেন ফখর

প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ১৬:২২

সাহস ডেস্ক

দীর্ঘ ২১ বছর পাকিস্তানের ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের সিংহাসনটি একাই দখল করে রেখেছিলেন বাঁহাতি ওপেনার সাঈদ  আনোয়ার। এবার তাকে সিংহাসনচ্যুত করলেন আরেক বাঁহাতি ফখর জামান। তবে তাকে সিংহাসনচ্যুত করতে লেগে গেল ২১ বছর। 

একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি দেখেছে অনেগুলোই। কিন্তু পাকিস্তানের হয়ে সে মঞ্চে কেউই ছিল না। ওয়ানডে ক্রিকেটে সর্বপ্রথম ডাবল  সেঞ্চুরি করেছিলেন ভারতীয় ক্রিকেট গ্রেট লিটল মাস্টার শচীন টেন্ডুলকার। এরপর সাতটি ডাবল সেঞ্চুরি দেখেছে ক্রিকেট বিশ্ব। যার মধ্যে  পাঁচটিই ভারতীয়দের দখলে। আর বিশেষ করে বলতে হয় পাঁচটির তিনটিই রোহিত শর্মার দখলে। 

পাকিস্তানের সাঈদ আনোয়ার ভারতের বিপক্ষে ১৯৯৭ সালের ২১মে চেন্নাই’র চিদাম্বরম স্টেডিয়ামে ১৪৬ বলে ১৯৪ রানের দুর্দান্ত ইনিংস  খেলেন। সে ইনিংসে তিনি ২২টি চার ও ৬টি ছক্কা হাঁকান। সেটি ছিল ওয়ানডে ক্রিকেটের ১২০৯তম ম্যাচ। 

এরপর দীর্ঘ ২১ বছর পর গতকাল ফখর জামান ৪০২০তম ম্যাচে এসে বুলাওয়াতে জিম্বাবুয়ের ওপর এক তাণ্ডব চালান।  ১৫৬ বল  খেলে তিনি অপরাজিত থাকেন ২১০ রানে। যে ইনিংসে ২৪টি চারের পাশাপাশি ছিল ৫টি ছক্কা।


সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত