কোর্তোয়াকে ছেড়ে কেপাকে রেকর্ড দামে কিনল চেলসি

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৭:১৩

সাহস ডেস্ক

বিশ্বকাপ শেষে চেলসি ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমাতে চাইছেন বিশ্বকাপের সেরা গোল্ডেনবুট প্রাপ্ত গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে অনেক জল্পনা কল্পনার পর কোর্তোয়াকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে রাজি হয়েছে চেলসি। একই সঙ্গে তারা বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবে কেপা আরিজাবালাগাকে নিজেদের দলে ভেড়াচ্ছে।

০৮ আগস্ট (বুধবার) রাতে চেলসি নিশ্চিত করে যে, সাত বছরের চুক্তিতে স্পেনের এই গোলরক্ষক চেলসিতে যোগ দিবেন।

এর আগে কেপা তার বাই আউট ক্লজের আট কোটি ইউরো পরিশোধ করেন। স্পেনের নিয়ম অনুযায়ী, ক্লজের মোট অর্থ সাধারণত লা লিগায় জমা দেওয়ার মাধ্যমে প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এরপর লিগ কর্তৃপক্ষ ওই অর্থ খেলোয়াড়টিকে বিক্রি করা ক্লাবকে দেয়।

গত মাসে এএস রোমা থেকে ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসনকে সাড়ে সাত কোটি ইউরোয় দলে টানে লিভারপুল। বিশ্বের সবচেয়ে দামি গোলরক্ষকের ওই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন কেপা।

অন্যদিকে ২৬ বছর বয়সী গোলরক্ষক কোর্তোয়াকে কিনতে তিন কোটি ৮৮ লাখ ইউরো গুণতে হচ্ছে রিয়ালকে।

রাশিয়া বিশ্বকাপই কোর্তোয়াকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তার দক্ষতায় ভর করে বেলজিয়াম এবার তৃতীয় হয়। বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী কোর্তোয়া চেলসির হয়ে ১৫৪টি ম্যাচ খেলেছেন।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত