বাংলাদেশের কাছে এখনো ২৫ হাজার ডলার পায় নেপাল

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১৮:৪৮

শেষ ২০১৬ সালের ২২ জানুয়ারিতে হয়েছিল বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আন্তর্জাতিক ফাইনাল আসর। এই বঙ্গবন্ধু গোল্ডকাপের আয়োজক ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশের দুটিসহ মোট আটটি দল অংশগ্রহণ করেছিল শেষ বঙ্গবন্ধু কাপে। বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে বাহরাইন যুব দলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নেপাল। ঘোষণা অনুযায়ী চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) ডলার প্রাইজমানি দেয়ার কথা। কিন্তু টুর্নামেন্ট শেষে প্রায় দেড় বছর ঘুরিয়ে তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল ২৫ হাজার ডলার। আর বাকি ২৫ হাজার ডলার এখনো দেওয়া হয়নি নেপালকে।

অবাক করা বিষয় হলো, টুর্নামেন্টের আড়াই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও চ্যাম্পিয়ন নেপালকে এখনো প্রাইজমানি বুঝিয়ে দেয়নি আয়োজক বাফুফে। বিষয়টি নিজেই স্বীকার করে নিয়ে বাকি অর্ধেক আগামী টুর্নামেন্টের আগেই বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে অর্ধেক দিয়ে দিয়েছি। আশা করছি, বাকি অর্ধেক আগামী টুর্নামেন্টের আগেই নেপালকে বুঝিয়ে দেওয়া হবে।’

অথচ পাঁচ কোটি টাকার বিনিময়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বত্বও কিনে নিয়েছিল চ্যানেল নাইন। এ ছাড়া টুর্নামেন্টটির সঙ্গে অনেক নামীদামি পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও জড়িত ছিল। তাহলে বাকি টাকা কোথায়? বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছেন, ‘বঙ্গবন্ধু গোল্ডকাপের বাজেট ছিল ছয় কোটি টাকা। কিন্তু খরচ হয়ে যায় আট কোটি টাকা। স্বাভাবিকভাবে দেখা দেয় আর্থিক সীমাবদ্ধতা।’ তবে তিনি আশ্বাস দিলেন, ‘পরবর্তী টুর্নামেন্টে এ রকম অপবাদ আর উঠবে না।’

সেই আবাহনী মোহামেডানের খেলা শুনলেই উত্তেজনায় মেতে উঠতো বাংলাদেশের ফুটবল প্রিয় জনতা। কিছু অসাধু কর্মকর্তাদের কারণে আজ বাংলাদেশ থেকে ফুটবল উত্তেজনা উঠে গেছে। বাংলাদেশে আবারও ফিরিয়ে আনতে হবে সেই উম্মদনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত