জিতল বাংলাদেশ, প্রশংসায় নেপাল

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১২:২২

ভুটানে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলের সেমিফাইনালে ‘বি’গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও নেপাল। লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার। নেপালের কঠিন প্রতিরোধ ভেঙে জয় আদায় করেছে বাংলাদেশের মেয়েরা, সঙ্গে পেয়েছে নেপালের প্রশংসা।

১৩ আগস্ট (সোমবার) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় নেপালকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় টাইগ্রেসরা।

প্রথমার্ধে বাংলাদেশের অনেক সুযোগ নষ্ট হয়। নেপালের রক্ষণভাগ এজন্য কৃতিত্বের দাবিদার। অবশ্য বিরতির ঠিক আগে এগিয়ে যায় বাংলাদেশ। তারপর শেষ অর্ধে তো তাদের অন্য এক চেহারা দেখেছে নেপালিরা। 

এই জয় বাংলাদেশের প্রাপ্য বললেন দলটির কোচ গঙ্গা গুরুং, ‘দক্ষতা ও কৌশলের দিক দিয়ে বাংলাদেশ অনেক এগিয়ে, শক্তিশালী দল বলতে হবে। আসল কথা বলতে গেলে আমরা দ্বিতীয়ার্ধে হেরে গেছি। বাংলাদেশের খেলোয়াড়রা যে প্রাণোচ্ছ্বাস আর আত্মবিশ্বাস নিয়ে খেলেছে, তাতে করে জয়টা তাদের প্রাপ্য।’

টানা দুটি জয় নিয়ে সেমিফাইনালে খেলতে যাচ্ছে বাংলাদেশ। দলের পারফরম্যান্সে তাই স্বাভাবিকভাবে খুশি কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘প্রথমার্ধে দুই দলই ভালো খেলেছে। শেষের দিকে প্রথম গোলের পর বাংলাদেশ আরও আধিপত্য বিস্তার করতে থাকে। বিরতির পর প্রতিপক্ষের ওপর আরও চড়াও হয়ে খেলেছে মেয়েরা। বল নিজেদের দখলে রেখে গোল আদায় করে নিয়েছে। আর নেপাল তো শেষে এসে দম ধরে রাখতে পারেনি। আমার দল যেভাবে খেলে ম্যাচ জিতেছে, তাতে আমি খুশি।’

দুই ম্যাচে তিন গোল করা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরা খাতুন সুযোগ নষ্ট করার আক্ষেপে পুড়ছেন। তবে আবারও গোল করে দলের জয়ে অবদান রাখতে পেরে উচ্ছ্বসিত তিনি। তহুরা বলেন, ‘আমরা প্রথমার্ধে অনেক সুযোগ নষ্ট করেছি। নয়তো আগে গোল পেলে ম্যাচের চিত্র পাল্টে যেতে পারতো। আমার দল জিতেছে, আমি গোল পেয়েছি- এতেই আমি খুশি।’

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবে ‘এ’ গ্রুপের রানার্স আপ ভুটানের বিপক্ষে। স্বাগতিকদের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা মাঠে নামবে ১৬ আগস্ট। তার আগে প্রথম সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে নেপালের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত