তৃতীয় স্পেন ফুটবলার হিসেবে অবসর সিলভার

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৪০

সাহস ডেস্ক

২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর এ নিয়ে তৃতীয় স্পেন ফুটবলার হিসেবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন দাভিদ সিলভা। এর আগে আন্দ্রেস ইনিয়েস্তা ও জেরার্ড পিকে লা রোহাদের বিদায় জানিয়েছিলেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার নিজের অবসরের ঘোষণা দিলেন।

১২ বছরের জাতীয় দল ক্যারিয়ারে সিলভা ১২৫টি ম্যাচ খেলে ৩৫টি গোল করেন। দেশটির সোনালী প্রজন্মের এই তারকা ২০১০ বিশ্বকাপসহ জিতেছেন ২০০৮ ও ২০১২ ইউরো চ্যাম্পিয়নশিপ।

সিলভা টুইটারে লিখেন, ‘এত দুর্দান্ত অভিজ্ঞতা থাকার পরও আমার পক্ষে সরে দাঁড়ানোটা সহজ ছিল না। এমন সিদ্ধান্ত নিতে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ ভাবতে হয়েছে। কোনো সন্দেহ নেই এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তের একটি।’

স্পেনের হয়ে অনূর্ধ্ব-১৬, ১৭, ১৯, ২০ ও ২১ খেলা সিলভা জাতীয় দলের হয়ে ২০০৬ সালে প্রথম ম্যাচ খেলেন।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত