রাজনীতিতে সরব উড়িয়ে দিলেন সাঙ্গাকারা

প্রকাশ : ১৪ আগস্ট ২০১৮, ১৭:৫৫

সাহস ডেস্ক

সম্প্রতি পাকিস্তানের জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে জয় পেয়েছেন ইমরান খান। দেশটির একমাত্র বিশ্বকাপ শিরোপা জয়ের নায়কের রাষ্ট্রপ্রধান হবার পর উপমহাদেশের আরেক ক্রিকেট কিংবদন্তি কুমারা সাঙ্গাকারার রাজনীতিতে সরব হবার গুঞ্জন শুরু হয়। তবে এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার সাবেক এই অধিনায়ক।

চলতি সপ্তাহে শ্রীলঙ্কার বেশ কয়েকটি সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করার কথা ভাবছেন সাঙ্গাকারা। এতে ৪০ বছর বয়সী এই তারকার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চলা ইমরান খানের তুলনা শুরু হয়ে যায়।

তবে এই সাবেক উইকেট কিপার-ব্যাটসম্যান সাফ জানিয়ে দিয়েছেন, ইমরানের মতো হবার কোনও ইচ্ছা নেই তার।

রাজনীতিতে যোগদান নিয়ে সাঙ্গা বলেছেন, ‘যে গুজব ও জল্পনা চলছে, সেটা থামিয়ে দিতে চাই আমি। সবাইকে জানিয়ে দিতে চাই, রাজনৈতিক পদের কোনও বাসনা আমার নেই। আমি কোনও দিন রাজনীতিতে যোগ দেব না।

যদিও শ্রীলঙ্কার একাধিক সাবেক ক্রিকেটার দেশটির রাজনীতিতে সক্রিয় রয়েছেন। ১৯৯৬ সালে বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা বর্তমানে মন্ত্রী। সেই দলের আরেক সদস্য সনাথ জয়াসুরিয়াও দুই দফা প্রতিমন্ত্রীর দায়িত্বপালন করেছেন।

ক্যারিয়ারে মোট ১৩৪টি টেস্টে ১২ হাজার ৪০০ রান করেছেন সাঙ্গাকারা। ৪০৪ ওয়ানডেতে ১৪ হাজার ২৩৪ রানও রয়েছে এই তারকার। সদা হাস্যোজ্জল এই বাম-হাতি ব্যাটসম্যান ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হন।

সাহস২৪.কম/খান

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত