বিনামূল্যে লা লিগার ম্যাচ দেখাবে ফেসবুক

প্রকাশ : ১৫ আগস্ট ২০১৮, ১৩:৪৮

সাহস ডেস্ক

শুরু হতে যাচ্ছে লা লিগার নতুন মৌসুম। আগামী তিন মৌসুম লা লিগার ম্যাচগুলো বিনামূল্যে ফেসবুকে দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। এ ব্যাপারে ফেসবুকের সঙ্গে একটি চুক্তি হয়েছে, যেখানে এই উপমহাদেশের দর্শকরা বিনামূল্যে খেলা দেখার সুযোগ পাবে।

লা লিগা এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের দর্শকরা শুরু হতে যাওয়া নতুন মৌসুমের ৩৮০টি ম্যাচ বিনামূল্যে দেখতে পারবে।

আগামী ১৭ আগস্ট (শুক্রবার) থেকে শুরু হচ্ছে লা লিগার নতুন মৌসুম।

লা লিগার ডিজিটাল স্ট্র্যাটেজির প্রধান চুক্তি ঘোষণার পর রয়টার্সকে জানান, ‘ভারতীয় উপমহাদেশের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে বিনামূল্যে সেবা দিতে পেরে আমরা খুশি। গত দুই বছর ধরে আমাদের অনুষ্ঠান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।’

সনি পিকচার্সকে সরিয়ে লা লিগা প্রচারের দায়িত্ব পেল ফেসবুক। তবে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য কোনো পক্ষ থেকে দেওয়া হয়নি। ২০১৪-২০১৮ সাল পর্যন্ত লা লিগা প্রচারের স্বত্বাধিকার কিনতে সনি পিকচার্স ব্যয় করেছে ৩২ মিলিয়ন ডলার।

এদিকে ফেসবুকের গ্লোবাল লাইভ স্পোর্টস ডিরেক্টর পিটার হাটন এই চুক্তিকে পরীক্ষামূলক হিসেবে জানিয়েছেন। তিনি রয়টার্সকে বলেন, ‘আরো কিছু চুক্তি সম্পন্ন হওয়ার পথে রয়েছে। এটা নিয়মের বাইরে গিয়ে বিশ্বব্যাপী স্বত্ব কেনার মতো আহামরি কোনো ঘটনা নয়।’

গত মে মাসে ফেসবুকে যোগদান করা ইউরো স্পোর্টের এই প্রাক্তন সিইও জানান, ভারতীয় উপমহাদেশের বাইরের কেও যেন এই সুবিধা না নিতে পারে তা নিশ্চিত করবে ফেসবুক মনিটরিং ব্যবস্থা। তিনি বলেন, ‘এটা একতা চুক্তি মাত্র, গণমাধ্যম প্রচারের জন্য এটা হুমকিস্বরূপ কিছুই নয়।’

ফেসবুকে ৩৪৮ মিলিয়ন ব্যবহারকারি রয়েছেন শুধু ভারতীয় উপমহাদেশ থেকেই। লা লিগার সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গত বছরে এই অঞ্চলে ২.২ মিলিয়ন ব্যবহারকারী বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করা হয়েছে। ভারতে লা লিগার কান্ট্রি ম্যানেজার হোসে অ্যান্টোনিও চাচাজা বলেন, ‘আমরা ভারতে আমাদের উপস্থিতি ভালোভাবে তুলে ধরতে পেরেছি। এটা আমাদের জন্য প্রথম ধাপ। আমরা এটি পর্যবেক্ষণে রাখতে চাই এবং সফল করতে চাই যেন বিশ্বের বিভিন্ন প্রান্তেও আমরা এর প্রয়োগ করতে পারি।’

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত