আজ অ্যাতলেটিকোর মুখোমুখি রিয়াল

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ১৩:৫২

অনলাইন ডেস্ক

উয়েফা সুপার কাপে ক্রিশ্চিয়ানো রোনালদোহীন রিয়াল মাদ্রিদ তাদের প্রথম পরীক্ষাটা দেবে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে।

আজ ১৫ আগস্ট (বুধবার) এস্তোনিয়ার তাল্লিনে এই ম্যাচে মুখোমুখি হবে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ী দুই ক্লাব।

শুধু তো রোনালদো নয়, রিয়ালে নতুন পরীক্ষা জিনেদিন জিদানের জায়গায় ক্লাবের দায়িত্ব নেয়া হুলেন লোপেতেগিরও। এবারের দলে নতুন তিন জনকে নিয়েই প্রত্যাশা। থিবো কোর্তোয়া, আলভারো ওদ্রিয়োজোলা এবং ভিনিসিয়াস জুনিয়র। পাশাপাশি রোনালদো না থাকায় বাড়তি দায়িত্ব কতখানি পালন করতে পারেন গ্যারেথ বেল।

লোপেতেগি বলেছেন, ‘আমাদের সব ট্রফিই জিততে হবে। তাই চাপ একটা আছেই। যদিও অ্যাতলেটিকো চেনা প্রতিপক্ষ। আমাদের সমস্ত চাহিদা পূরণ করেছে ক্লাব। এবার আমাদের দায়িত্ব ক্লাবকে তা কিছুটা অন্তত ফিরিয়ে দেয়া।’

পাশাপাশি অ্যাতলেটিকো কোচ ডিয়েগো সিমিওনের কথা, ‘আমাদের দলে অনেকেই নতুন। তাই মানিয়ে নিতে একটু সময় লাগবেই। অনেকে বলেন, দলে বড় নাম থাকা মানেই সেই ক্লাব বড়। আমি কিন্তু তা বিশ্বাস করি না। আসল ব্যাপার হচ্ছে সবাই মিলে কেমন খেলছে। তাই রোনালদো না থাকলেও রিয়ালের শক্তি কমেনি। তাদের হারাতে দারুণ ফুটবল খেলা ছাড়া অন্য কিছু ভাবার প্রশ্ন নেই।’

এদিকে রিয়াল তাদের যে খেলোয়াড় তালিকা দিয়েছে, সেখানে নাম আছে লুকা মদ্রিচের। যার ক্লাব ছাড়া নিয়ে জোর গুঞ্জন উঠেছিল।

সাহস২৪.কম/খান/মশিউর