বাংলাদেশের মেয়েদের চোখ ফাইনালের দিকে

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ১৫:৩৪

অনলাইন ডেস্ক

ভুটানে মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে পাকিস্তান ও নেপালকে হারিয়ে টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। সামনে এখন সেমিফাইনালের বাধা। তবে বাংলাদেশের মেয়েদের চোখ এখনই ফাইনালের দিকে।

আগামী ১৬ আগস্ট (বৃহস্পতিবার) শেষ চারে টাইগ্রেসদের প্রতিপক্ষ স্বাগতিক ভুটান।

১৪ আগস্ট (মঙ্গলবার) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে অনুশীলনের পর গোলকিপার রুপনা চাকমার কণ্ঠে ফুটে উঠলো ফাইনালে খেলার আকাঙ্ক্ষা। তার কথা, ‘নেপালকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে খেলতে যাচ্ছি। আমরা তাই ভীষণ খুশি। ভুটানকে হারিয়ে ফাইনালে খেলতে চাই।’

গত ডিসেম্বরে ঢাকায় টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার পথে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এবার ভুটানের মাটিতে খেলা। মিডফিল্ডার রেহেনা আক্তার অবশ্য স্বাগতিকদের নিয়ে মোটেও চিন্তিত নয়, ‘সেমিফাইনালে শতভাগ দিয়ে খেলতে হবে, ভুটানকে হারিয়ে ফাইনালে যেতে হবে। আমার স্বপ্ন শিরোপা জয়।’

সাহস২৪.কম/খান/মশিউর