জাতীয় দল থেকে অবসরের ঘোষণা মানজুকিচের

প্রকাশ | ১৫ আগস্ট ২০১৮, ১৭:১৯

অনলাইন ডেস্ক

জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার মারিও মানজুকিচ। তার অবসরের খবর নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশন।

১৪ আগস্ট (মঙ্গলবার) ক্রোয়েট জাতীয় দলের জার্সি তুলে রাখার ঘোষণা দেন তিনি। 

ফুটবল ফেডারেশনে পাঠানো এক চিঠিতে, মানজুকিচ বলেছেন, ‘আমি মনে করি আমার সময় এসে গেছে। আমি ক্রোয়েশিয়ার জন্য নিজের সেরাটা দিয়েছি এবং ক্রোয়েশীয় ফুটবলের সেরা সাফল্যে আমার অবদান আছে।’

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে যায় ক্রোয়েশিয়া। জুভেন্টাস তারকা বলেছেন, ‘দল রানারআপ হওয়ায় নতুন শক্তি পেয়েছি। তবে সেই সঙ্গে এই সিদ্ধান্ত নেয়াটাও সহজ করেছে।’

ক্রোয়েট জাতীয় দলের জার্সিতে ৮৯ ম্যাচ খেলে ৩৩টি গোল করেছেন মানজুকিচ। গোল সংখ্যায় দেশের কিংবদন্তি ডেভর সুকারের পরই তার স্থান।

সাহস২৪.কম/খান