শক্তিশালী থাইল্যান্ডের সঙ্গে ড্র করল বাংলাদেশ

প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৮:৪৬

সাহস ডেস্ক

এশিয়ান গেমস ফুটবলের ১৮তম অনূর্ধ্ব-২৩ দলের আসরে ‘বি’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ও র‍্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা থাইল্যান্ডের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। ফিফা’র র‍্যাংকিংয়ে থাইল্যান্ডের অবস্থান ১২২ এবং বাংলাদেশের অবস্থান ১৯৪।

আজ ১৬ আগস্ট (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় বিকাল ৩টায় থাইল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়া-তপু বর্মণরা।

এদিন ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে দারুণ গোলে বাংলাদেশকে এগিয়ে দেন মাহবুবুর রহমান।

তবে বাংলাদেশের এই এগিয়ে থাকা স্থায়ী হয়নি। ম্যাচের ৮০ মিনিটে সুপাচাই চাইদেদের গোলে সমতায় ফেরে থাইল্যান্ড। গোল করার পর থাইল্যান্ড বারবার আক্রমণে উঠে আসে। তবে রক্ষণের কিছু ভুল সত্ত্বেও গোলরক্ষক আশরাফুল ইসলামের দৃঢ়তায় গোলমুখ রক্ষা করে বাংলাদেশ।

এই ড্রয়ে পয়েন্ট টেবিলের চারে থাকা বাংলাদেশের পয়েন্ট ১। প্রথম স্থানে আছে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে মিশন শুরু করা উজবেকিস্তান। দ্বিতীয় স্থানে আছে ২ ম্যাচেই ড্র করা থাইল্যান্ড। আর তৃতীয় স্থানে আছে কাতার (১ পয়েন্ট)। উজবেকিস্তান ও কাতার ১ ম্যাচ করে খেলেছে। ২ ম্যাচ করে খেলছে বাংলাদেশ ও থাইল্যান্ড।

আগামী ১৯ আগস্ট গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ।

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত