লা লিগার প্রথম ম্যাচে গোল শূন্য ড্র

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৮, ১৫:২৫

সাহস ডেস্ক

লা লিগার ২০১৮-১৯ মৌসুম শুরুর প্রথম ম্যাচে জিরোনা ও রিয়াল ভায়াদোলিদের ম্যাচ দিয়ে শুরু হয়েছে লা লিগার লড়াই। এই ম্যাচটিতে গোল পায়নি কোনো দলই। একপেশে ম্যাচে বল দখলে ছিল স্বাগতিক জিরোনার খেলোয়াড়দের পায়েই। তবে বেশ কয়েকবার গোলমুখে শট নিয়েও গোলমুখ খুলতে পারেনি জিরোনার খেলোয়াড়েরা। অন্যদিকে, ভায়াদোলিদের খেলোয়াড়রা পুরো খেলায় গোলমুখে শটই নিয়েছেন মাত্র দুবার।

১৭ আগস্ট (শুক্রবার) রাতে জিরোনা ও রিয়াল ভায়াদোলিদের প্রথম ম্যাচে গোল শূন্য ড্র হয়।

উপমহাদেশে লা লিগার খেলা দেখতে হলে এই মৌসুমে ফেসবুক লাইভই ভরসা। শুক্রবার রাতে মৌসুমের প্রথম ম্যাচটি দেখতে ফেসবুক লাইভে ছিলেন দুই থেকে আড়াই হাজার দর্শক। এই অল্পসংখ্যক দর্শককে হতাশই করেছেন জিরোনা ও রিয়াল ভায়াদোলিদের খেলোয়াড়েরা। 
স্বাগতিক জিরোনার খেলোয়াড়েরা দুয়েকটি ভালো সুযোগ তৈরি করলেও ভায়াদোলিদের খেলোয়াড়েরা তেমন কিছুই করতে পারেননি। পুরো খেলায় গোলমুখে শট হয়েছে ১৫টি। এর মধ্যে জিরোনার খেলোয়াড়রাই নিয়েছেন ১৩টি শট। এই ১৩টি শটের ১টি ঠিকঠাক লক্ষ্যে রাখতে পেরেছেন তাঁরা। ভায়াদোলিদের খেলোয়াড়েরদের গোলমুখে নেওয়া ২টি শটের ১টি লক্ষ্যে ছিল!

সাহস২৪.কম/খান/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত