পাকিস্তানকে হারিয়ে ভারতের মুখোমুখি হওয়ার প্রত্যাশায় রোডস

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৫১

সাহস ডেস্ক

২০১৮ এশিয়া কাপে ফাইনালে উঠার লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনাল খেলবে বাংলাদেশ। যদিও সুপার ফোর পর্বের শেষে সেমিফাইনাল নেই। কিন্তু সমান পয়েন্ট নিয়ে ফাইনালে জায়গা করে নেয়ার লড়াইয়ে নামার অপেক্ষায় থাকা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটাই এখন অলিখিত সেমিফাইনাল। যেখানে পাকিস্তানকে হারিয়ে ভারতের মুখোমুখি হওয়ার প্রত্যাশার কথা জানালেন টাইগার কোচ স্টিভ রোডস।

আজ ২৬ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় আবুধাবিতে পাকিস্তানকে হারাতে পারলে তৃতীয়বারের মতো এশিয়া শ্রেষ্ঠত্বের ফাইনাল মঞ্চের দেখা মিলবে টাইগারদের।

শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৭ রানে আসর শুরু করে পরপর দুই ম্যাচে বাজে হারের পর আফগানিস্তানের বিপক্ষে ৩ রানের রুদ্ধশ্বাস জয়, আত্মবিশ্বাস ফিরে পেয়েছে লাল-সবুজরা। সেখানে ভারতের কাছে দুবার বাজেভাবে হারা পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ভালোই সুযোগ দেখছেন রোডস।

‘আমি তো মনে করি আমাদের ভালো সুযোগ আছে। একটি ক্রিকেট খেলুড়ে দেশ হিসেবে আমরা পাকিস্তানকে খুবই শ্রদ্ধা করি। তারা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যা করেছে সেটা সবারই জানা। এটা খুব বেশিদিনের কথা নয়। তারা ইংল্যান্ডে দারুণ খেলে শিরোপা জিতেছিল। তাদের এবারের আসরটা একটু অদ্ভুতভাবে যাচ্ছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে আত্মবিশ্বাসটা ছিল, সেটা এবার একটু কম দেখা যাচ্ছে।’

‘এরপরও তারা খুবই বিপজ্জনক দল। তবে আমরাও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তাদের দিনে তারা খুব ভয়ঙ্কর। আমরাও কিন্তু তাই। এখন তো ম্যাচটা সেমিফাইনাল। খুব ভালো একটা প্রতিযোগিতা হবে মনে হচ্ছে। আমরা চাই পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে।’

জিততে হলে ব্যাটিংয়ে শুরুটা হওয়া চাই যুতসই। কিন্তু টুর্নামেন্টের শুরু থেকেই বাংলাদেশের দুশ্চিন্তার নাম ব্যাটিং। বিশেষত ওপেনার তামিম ইকবালের অভাবটাই সবচেয়ে বেশি ভোগাচ্ছে টাইগারদের। তামিমের বদলি সুযোগ পাওয়া তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত ব্যর্থ আস্থার প্রতিদান দিতে। এরপরও শান্তর ওপর আস্থা হারাচ্ছেন না রোডস। বলছেন, ‘অনেককিছু প্রমাণ করার আছে বাঁহাতি এ ওপেনারের।’

‘টপ অর্ডারে সমস্যা আছে। আমরা চাইবো ভালো শুরু করতে। তবে এটা সবসময় ঘটবে না। বিশেষত তামিমের আঙুল ভাঙ্গায় আমরা একটু পিছিয়ে আছি। তবে আমাদের শান্ত আছে। প্রতিভাবান তরুণ একজন খেলোয়াড়। আরও অনেক তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান আছে বাংলাদেশে। শান্তর অনেককিছু দেয়ার আছে।’

সাহস২৪.কম/খান/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত