ফাইনালে সেরেনা

প্রকাশ : ০৮ জুলাই ২০১৬, ১৪:১৮

সাহস ডেস্ক

উইম্বলডন চ্যাম্পিয়নশিপে পঞ্চমবার সেরেনা-ভেনাস ফাইনাল উপভোগ থেকে বঞ্চিত হলেন টেনিস ভক্তরা! ছোট বোন সেরেনা উইলিয়ামসের দাপুটে জয়ের দিনে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী অ্যাঞ্জেলিক কেরবারের কাছে স্বপ্নভঙ্গের শিকার হন ভেনাস উইলিয়ামস।

সেরেনার সামনে এবার প্রতিশোধ নেওয়ার চ্যালেঞ্জ। বছরের প্রথম গ্র্র্যান্ড স্লাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে জার্মানির কেরবার বাধায় শিরোপা হাতছাড়া করেছিলেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। অস্ট্রেলিয়ান ওপেনের পর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে হারের পর সেরেনার মিশন এবার উইম্বলডনের ট্রফিটা নিজের কাছেই রাখা।

লন্ডনের সেন্টার কোর্টে রাশিয়ান ইলিনা ভেসনিনাকে দাঁড়াতেই দেননি সেরেনা। ৬-২, ৬-০ গেমের উড়ন্ত জয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখেন মার্কিন টেনিস তারকা। ক্যারিয়ারের ২২তম গ্র্যান্ড স্লাম থেকে আর মাত্র একটি জয় দূরে ৩৪ বছর বয়সী এ টেনিস আইকন।

অপর সেমিতে কেরবারের বিপক্ষে ৬-৪, ৬-৪ গেমে হেরে ফাইনালে ওঠার দৌড়ে ছিটকে যান সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত