১ম বাংলাদেশি হিসেবে অলিম্পিকে মনোনীত সিদ্দিকুর

প্রকাশ : ১২ জুলাই ২০১৬, ১২:৪২

সাহস ডেস্ক

অলিম্পিকে খেলার জন্য মনোনীত হয়েছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। প্রথম বাংলাদেশি হিসেবে সিদ্দিকুরের এই অলিম্পিক যাত্রা ওয়াইল্ড কার্ড বা বিশেষ বিবেচনায় নয় একেবারে ফুল কার্ড নিয়ে সরাসরি।

সোমবার (১১ জুলাই) রাতে অলিম্পিকে যাবার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্দিকুর রহমান নিজেই। আগামী ২ আগস্ট রিও ডি জেনিরোতে যাওয়ার টিকিটও কেটে রেখেছেন তিনি। চীনা তাইপের টুর্নামেন্টে ৫৯তম হওয়ার পর অলিম্পিকে অংশ নেওয়া প্রায় নিশ্চিতই হয়ে গেছে তাঁর। 

এসময় অলিম্পিকে যেতে পারার অনুভূতি ব্যক্ত করে সিদ্দিকুর বলেন, ‘খুবই ভালো লাগছে। কেননা এই প্রথম বাংলাদেশ থেকে আমি ফুল কার্ড পেয়ে অলিম্পিকে যাচ্ছি। এটা অবশ্যই আনন্দের বিষয়। ফুল কার্ড পেয়ে অলিম্পিকে যাওয়া এটা অবশ্যই ভাগ্যের ব্যাপার।’

অলিম্পিকে অংশ নেতে সিদ্দিকুরের জন্য শর্ত ছিল জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত বিশ্ব র‌্যাংকিংয়ে ৬০ এর মধ্যে নিজের অবস্থান ধরে রাখা। সেটা সিদ্দিকুর র‌্যাংকিং ৫৬ নিয়ে বেশ সফলতার সঙ্গেই তার অবস্থান ধরে রাখতে পেরেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত