ক্রিকেট ফেরাতে বুলেটপ্রুফ বাস কিনল পিসিবি

প্রকাশ : ১৫ জুলাই ২০১৬, ১৫:০৮

সাহস ডেস্ক

পাকিস্তানের মাটি থেকে দীর্ঘদিন ধরেই নির্বাসনে রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট। ২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর থেকে ক্রিকেটের নির্বাসন শুরু। নিরাপত্তার শংকায় দীর্ঘ ৭ বছরেরও বেশি সময় ধরে দেশটিতে বিদেশী দল খেলতে যাচ্ছে না।

এ অবস্থার পরিবর্তনে এবং বিদেশী ক্রিকেট দলের নিরাপত্তা বাড়নোর অংশ হিসেবে চারটি বুলেটপ্রুফ বাস কিনেছে পাক ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির এক মুখপাত্র বলেন, অতিথি ক্রিকেট দলের জন্য সবচেয়ে ভালো ব্যবস্থা নিশ্চিত করতে চাইছি। তাই বুলেটপ্রুফ চারটি কোস্টার বাস কেনা হয়েছে। এই বাসগুলো অতিথিদের চাহিদা মতো নিরাপত্তা নিশ্চিত করতে বড় অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস।

২০০৯ সালের সন্ত্রাসী হামলার পর গত বছর মে মাসে জিম্বাবুয়ে ক্রিকেট দল এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তান সফরে গিয়েছিল।

ওই হামলার ঘটনায় লংকান ছয় ক্রিকেটার আহত হন। এছাড়া, ছয়জন নিরাপত্তা রক্ষীসহ দুইজন বেসামরিক নাগরিককে হত্যা করে সন্ত্রাসীরা। এর পর থেকে পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেটের ‘হোম’ ম্যাচগুলো অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত