লন্ডনে ২০০ মিটারে জয়ী বোল্ট

প্রকাশ | ২৩ জুলাই ২০১৬, ১৬:০৩

অনলাইন ডেস্ক

লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে অ্যানিভার্সারি গেমসের শুক্রবার ২০০ মিটার শেষ করতে বোল্ট সময় নেন ১৯.৮৯ সেকেন্ড। ২০০৯ সালে ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে ২০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ড গড়েন বোল্ট। 

জাতীয় ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্টের প্রথম রাউন্ডে হ্যামস্ট্রিং পেশিতে চোট পেয়েছিলেন বোল্ট। সেমি-ফাইনাল জয়ের পর নিজেকে সরিয়েও নিয়েছিলেন তিনি। কিন্তু এরপরও অলিম্পিকে জ্যামাইকার দলে জায়গা পান জ্যামাইকার দলে।

লন্ডনের দৌড় শেষে বোল্ট বলেন, শুরুটা ভালো করতে পারিনি। কিন্তু চোটমুক্ত অবস্থায় দৌড় শেষ করতে পেরেছি বলে আমি খুশি।