তৃণমূল প্রতিভাবানদের প্রশিক্ষণ দিবে টেনিস ফেডারেশন

প্রকাশ : ০৫ আগস্ট ২০১৬, ১৭:১১

সারাদেশ থেকে বাছাইয়ের মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবানদের টেনিস প্রশিক্ষণ দিবে টেনিস ফেডারেশন।

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় কর্মসূচিটির পৃষ্ঠপোষকতায় রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।

আজ শুক্রবার (৫ আগস্ট) রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘খেলার মাঠ উন্নয়ন ও সংস্কার এবং প্রশিক্ষণ কাজে বিশেষ সহায়তা’র আওতায় “তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচী ২০১৫-১৬” এর ‘টেনিস’ ডিসিপ্লিনের কোচেস ওরিয়েন্টশন কোর্স অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি জনাব মোহাম্মদ আলী দ্বীন, সাধারণ সম্পাদক জনাব মীর খুরসিদ আনোয়ার, কোর্সের সমন্বয়কারী জনাব খালেদ সালাহউদ্দিন, জাতীয় ক্রীড়া পরিষদের সমন্বয়কারী জনাব মোঃ মিজানুর রহমান, টেনিস ইভেন্টের চিফ কোচ জনাব মোজাহিদুল হক সহ সংশ্লিষ্ট প্রশিক্ষণগক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ টেনিস ফেডারেশরেশন প্রাথমিকভাবে মাগুরা, নেত্রকোনা, দিনাজপুর, খুলনা, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, নওগাঁ, রাজশাহী, সাতক্ষীরা, সিলেট, পাবনা, বরিশাল, ব্রাহ্মণবাড়ীয়া, লক্ষ্মীপুর, ঝালকাঠি, নরসিংদী, চট্টগ্রাম, বরগুনা, খাগড়াছড়ি, কক্সবাজার, মাদারীপুর, বান্দরবান, নারায়নগঞ্জ, নড়াইল, ঢাকা ক্লাব, উত্তরা ক্লাব ও গুলশান ইয়ুথ ক্লাবে কর্মসূচীটি বাস্তবায়ন করবে। আগামী ১৪ আগষ্ট ২০১৬ হতে কর্মসূচী শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত