সতীর্থের ডোপ পাপে স্বর্ণ হারাচ্ছেন বোল্ট!

প্রকাশ : ২১ আগস্ট ২০১৬, ১৬:৫০

সাহস ডেস্ক

সংবাদটা বিনা মেঘে বজ্রপাতের মতোই গতি সম্রাট উসাইন বোল্টের জন্য। ২০০৮ থেকে ২০১৬, টানা তিন অলিম্পিকের ব্যক্তিগত ১০০, ২০০ মিটার, ও ১০০ মিটার দলগত স্প্রিন্টে স্বর্ণ পদক জিতে বিরল ইতিহাস সৃষ্টি করেছেন জ্যামাইকান গতির সম্রাট উসাইন বোল্ট। কিন্তু ‘ট্রিপল ট্রিপল’ খেতাবটা বুঝি হাত ছাড়াই হয়ে যাচ্ছে বোল্টের।

বিষয়টা অনেকটা সঙ্গদোষের মতোই, বোল্ট নিজে এর জন্য দায়ী নন। তিনি ডোপ পাপী নন। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের ১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে জ্যামাইকা। কিন্তু বোল্টের সতীর্থ কাটারের বিপক্ষে পাওয়া গেছে শক্তিবর্ধক মাদকের অভিযোগ।

প্রথম নমুনায় নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া গেছে- এমনটাই দাবি খোদ জ্যামাইকান দৈনিক দ্য গ্লিনার। তবে কার্টারের অন্য নমুনার পুনঃপরীক্ষার ফল এখনো জানা যায়নি। এ নমুনাতেও  যদি নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পাওয়া যায়, তাহলে বেইজিং অলিম্পিকে ১০০ মিটার রিলেতে সোনাজয়ী জ্যামাইকার সবার রিলের সোনা কেড়ে নেওয়া হবে। সেক্ষেত্রে কার্টারের পাশাপাশি সোনা হারাবেন উসাইন বোল্টও। খবরটা বোল্টের জন্য প্রচণ্ড হতাশারই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত